আরও পড়ুন: সেফটিপিন ও চক দিয়েই তৈরি করছেন প্রতিমা! দেবী সরস্বতীর এই মূর্তি দেখে অবাক হবেন আপনিও
বুধবার, সন্ধ্যায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি নারায়ণধার পার্কের পিছনে এই নতুন সেলফি জোনের উদ্বোধন করা হল । সেলফি জোনের উদ্বোধন করলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও অন্যান্য পৌর সদস্যরা । পাখির পাখনা আকারে এই সেলফি জোন তৈরি করা হয়েছে। দিনে সাধারণ আলোতে এমনিতেই সেলফি জোনের ছবি যথেষ্ট দৃষ্টিনন্দন। কিন্তু, সন্ধ্যার পর ওই এলাকাকে আকর্ষণীয় করে তুলতে বাড়তি আলোর ব্যবস্থা করে পুরসভা। অত্যাধুনিক, এই আলোর ফলে রাতেও সেলফি তোলার জন্য হিড়িক দেখা যায় সাধারণের মধ্যে।
advertisement
আরও পড়ুন: নিম্নমানের রাস্তা তৈরির জেরে রাস্তার কাজ বন্ধ করে দিলেন বিধায়ক
কান্দি পৌরসভার কর্তৃপক্ষ জানান, মূলত পর্যটকরা এসে যখন সেলফি জোনে ছবি তুলবে এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তখন এলাকার পরিচিতি বাড়বে। শুধু কান্দি না, এরকম সেলফি জোন এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং সেগুলি যথেষ্ট নজর কাড়ছে। তবে শহরবাসী জানান, নতুন মোড়কে এই সেলফি জোন একটা আলাদা মাত্রা যোগ করছে, আমরা খুব খুশি এই সেলফি জোন উপহার পেয়ে।
কৌশিক অধিকারী