ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের কার্যালয়ে কান্দি মহকুমার পাঁচটি ব্লকের জেলা পরিষদ আসনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে। সেখানে জেলা পরিষদ আসনের জন্য পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা দিতেই এবার নিজের সন্তান কোলে দেখা গেল পুলিশকর্মীকে।
মুর্শিদাবাদ জেলার কান্দি থানায় কর্তব্যরত এসআই (সাব ইন্সপেক্টর) শতাব্দী মজুমদার। তাঁর বর্তমানে আট মাসের সন্তান রয়েছে। কিন্তু সেই আট মাসের সন্তান কে নিয়েই ডিউটতেই অবিচল থাকলেন তিনি। যদিও তাঁর দাবি, ‘‘কাজ করলেও সন্তান কে লালন পালন করতে হবে। তাই কাজ এবং ডিউটির মাঝেই সন্তানকে স্নেহ দিয়েই সময় দিচ্ছি।’’
advertisement
মুর্শিদাবাদ জেলার এক পুলিশকর্তার কথায়, ‘‘ পঞ্চায়েত নির্বাচনের মরশুম চলছে। পুলিশের ঘুম খাওয়া ভুলে সাধারণ মানুষকে এখন নিরাপত্তা দেওয়া একমাত্র লক্ষ্য। শতাব্দী মজুমদার মুর্শিদাবাদ জেলার একজন দায়িত্বশীল পুলিশ সাব ইন্সপেক্টর। তবে তিনি যে কাজের মধ্যে নিজের সন্তানকে লালন পালন করার জন্য সময় দিতে ভুলে যাননি, এটা ভাল পদক্ষেপ।
যদিও পুলিশ সাব ইন্সপেক্টর শতাব্দী মজুমদার লাজুক ভাবেই সন্তানস্নেহের বিষয় নিয়ে খুব একটা কিছু বলতে চাননি।






