নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকেই মনোনয়ন কেন্দ্রের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে, মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে রাজ্যজুড়ে মনোনয়ন কেন্দ্রের বাইরে জারি হয়েছে ১৪৪ ধারা। এবার সামসেরগঞ্জে বাড়তি সতর্কতা হিসেবে ওড়ানো হল ড্রোন। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। প্রশাসন সূত্রে দাবি, আশেপাশে কোথাও জমায়েত থাকলে তাও দেখা যাবে ড্রোনের মাধ্যমে। সেই মতো ব্যবস্থা নিতে পারবে পুলিশ প্রশাসন। এদিন ড্রোনে নজরদারি চালান খোদ সামশেরগঞ্জের বিডিও।
advertisement
এদিন সামসেরগঞ্জে চারটি ডিসিআর কাউন্টার করা হয়। ব্লকে প্রবেশের আগে মেটাল ডিটেক্টার দিয়ে চলে পরীক্ষা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দুদিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ভরতপুর ২ ব্লক, রানিনগর ১ ব্লক, ডোমকল ব্লকে ঘটছে সংঘর্ষের ঘটনা। কোথাও তৃণমূলে-তৃণমূলে গণ্ডগোল। কোথাও আবার তৃণমূল বনাম বাম কংগ্রেস দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সোমবার মনোনয়ন ঘিরে তাই কড়া নির্বাচন কমিশন।
অন্যদিকে সোমবার মনোনয়ন পত্রের তৃতীয় দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদের আসনে মনোনয়ন পত্র জমা দিল বিজেপি ও কংগ্রেস। কান্দি মহকুমা শাসক কার্যালয়ে ৫৪ নম্বর বিজেপির জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তপন চট্টোপাধ্যায়। জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। তবে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। তাই তারা মনোনয়ন পত্র জমা দেননি এখনও।
কৌশিক অধিকারী