মূলত, রাজমিস্ত্রিদের কাজ সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়িয়ে তোলা ও রাজমিস্ত্রিদের আরও বেশি করে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। যেখানে তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক জনকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে। যা থেকে তাদের আগামী দিনে বিভিন্ন জায়গায় কাজ পেতে সুবিধা হবে বলে জানানো হয়েছে প্রশিক্ষণ দাতাদের পক্ষ থেকে। প্রকল্প আধিকারিক দেবাগ্নি দত্ত জানান, বর্তমানে রাজমিস্ত্রিদের আরও দক্ষ কারীগর তৈরি করতে এই তিনদিনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সাত সকালেই উদ্ধার হাত-পা বাঁধা বৃদ্ধের দগ্ধ মৃতদেহ, চাঞ্চল্য দাসপুরে
৫০ জনকে এই প্রথম দফায় প্রশিক্ষণ দেওয়া চলছে। রাজমিস্ত্রির প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে যাতে তারা আরও ভালো কাজ করতে পারে তার জন্যই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ও কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া দুই প্রকল্পের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী দিনে যখনএই প্রশিক্ষণ দেওয়া হবে তখন পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হবে। প্রশিক্ষণরত এক রাজমিস্ত্রীর কথায়, আমরা এতদিন রাজমিস্ত্রীর কাজ করেছি। তবে আজকে এই রাজ্যে সরকারের উদ্যোগে হাতে কলমে আরও রাজমিস্ত্রীর নিখুঁত কাজ শিখতে পারছি। ভালো লাগছে, পঞ্চায়েতের পক্ষ থেকে এই ব্যাবস্থা গ্রহণ করার জন্য। আগামী দিনে যারা রাজমিস্ত্রীর প্রশিক্ষণ নিতে চাইছেন, তারা বড়ঞা ২ গ্রাম পঞ্চায়েত যোগাযোগ করতে পারবেন।
কৌশিক অধিকারী