পরিবারের অভিযোগ, মাসুমা গত ১৬ই অক্টোবর থেকে জ্বর, পেটে ব্যথা, বমি ও মাথা ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা করানো হয়। তারপর বাড়িতে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার প্রচন্ড পেটে ব্যথা ও বমি হওয়ার পর শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার মাসুমার পাশাপাশি তার বাবা ও ভাই দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বহরমপুর মেডিকেল কলেজ ভর্তি বলে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ বিষ্ণুপুর কালীবাড়ির প্রাচীন কালীপুজোয় আজও ভিড় জমান বহু মানুষ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার প্রায় বাড়িতে ডেঙ্গু আক্রান্ত। কারণ এই এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমত না হওয়ার কারণে যেখানে সেখানে জল জমে থাকে এবং সেটা কোনরকম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে না বলে ডেঙ্গু প্রকোপ বাড়ছে। তবে মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পরে ডেঙ্গু আক্রান্তের জেরে ছাত্রীর মৃত্যুর পর আতঙ্কিত জেলার বাসিন্দারা।
Koushik Adhikary