মঙ্গলবার নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে। পরে সাইকেল এক আরোহী ও এক টোটোকে ধাক্কা মারে। এর পর সেখান থেকে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনাটি ঘটে বহরমপুরের সারগাছি ন্যাকরাতলা এলাকায়। বহরমপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় মৃত্যু হয় টোটো চালক অজয় মণ্ডলের। আহত হয়েছেন এক সাইকেল আরোহী, টোটোয় থাকা এক যাত্রী ও চায়ের দোকান মালিক। স্হানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ সামনেই কার্তিক পুজো! লড়াই জমাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ। মৃত অজয় মন্ডল বেলডাঙার পুলিন্দা এলাকার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃত টোটো চালক অজয় মন্ডলের পরিবারে। তবে ৩৪নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনার পর ফের প্রশ্ন চিহ্নের মুখে পথ নিরাপত্তা নিয়ে।
Koushik Adhikary