বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চরকাকমারি এলাকায়।
আরও পড়ুন: জমি থেকে আলু উঠতেই মাথায় হাত কৃষকের! দাম পড়ে গিয়েছে, ভবিষ্যতে লাভের জন্য হিমঘরে রাখার টাকাও নেই
advertisement
কী কারণে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র মজুত করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য আর কয়েক মাস পরই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রাজ্যে। তার আগে গত কয়েক মাস ধরেই একের পর এক বোমা-বন্দুক উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ থেকে। সীমান্তবর্তী সাগরপাড়া থেকে এর আগেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনে ব্যবহারের জন্যই এই সব আগ্নেয়াস্ত্র আগাম মজুত করে রাখা হয়ে থাকতে পারে।
কৌশিক অধিকারী