মঙ্গলবার সকালে রাস্তায় ফাটলের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। জলস্তর একেবারেই নিম্নে থাকলেও শীতকালীন সময়ে রাস্তার ফাটল ঘিরে স্বাভাবিক কারনে উদ্বেগে গ্রামবাসীরা। উল্লেখ করা যেতে পারে, মাস দুয়েক আগে গঙ্গা ভাঙনের কবলে পরে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা গ্রাম। সেসময় গঙ্গাগর্ভে তলিয়ে যায় কাকুরিয়া থেকে বাইপাস হয়ে ধূলিয়ান যাবার প্রায় অর্ধেক রাস্তা।
advertisement
যদিও বাকি অর্ধেক রাস্তা থাকায় সেখান থেকেই যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। কিন্তু মঙ্গলবার সকালে সেই রাস্তাও গঙ্গার ভাঙনে ফাটল সৃষ্টি হওয়ায় গভীর উদ্বিগ্ন এলাকাবাসীরা। অবিলম্বে ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। সারজান বিবি বলেন, জানুয়ারি মাসেও আদেও হবে কিনা জানা নেই বারবার খালি আশ্বাস পাই কাজের কাজ কিছু হয় না। আমাদের দুশ্চিন্তা নিয়ে থাকতে হয়
অন্যদিকে মোস্তাফিজুর রহমান বলেন বিগত তিন বছর ধরে গঙ্গা ভাঙন হচ্ছে কিন্তু প্রতিরোধের কোন ব্যবস্থা নেই তুলনামূলক কবে এখন বাঁধার সুযোগ রয়েছে জল কম রয়েছে কিন্তু এখন এক বস্তা ও মাটি দিয়ে বাধা হচ্ছে না। কাল থেকে ফাটল ধরেছে পরিস্থিতি হাতের বাইরে গেলে সর্বস্য হারাতে হয় আমাদের। কাউকে কিছু বলতে গেলেই মামলার জালে জর্জরিত হতে হয় আমাদের। প্রশাসনকে সু দৃষ্টিপাত করার অনুরোধ রাখছি।
Koushik Adhikary