TRENDING:

Murshidabad News: মুর্শিদাবাদ জেলাতে ফের গঙ্গা ভাঙন! আতঙ্কিত গ্রামের বাসিন্দারা

Last Updated:

না গঙ্গা ভাঙন অবশ‍্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় জর্জরিত সামশেরগঞ্জের মানুষ। এমনকি বিগত কয়েকদিন আগেই চোখের পলকেই অনেক ঐতিহ্যবাহী জায়গা ঘরবাড়ি খেত সব গঙ্গা গিলে খেয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ না গঙ্গা ভাঙন অবশ‍্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় জর্জরিত সামশেরগঞ্জের মানুষ। এমনকি বিগত কয়েকদিন আগেই চোখের পলকেই অনেক ঐতিহ্যবাহী জায়গা ঘরবাড়ি খেত সব গঙ্গা গিলে খেয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই আবার সেই ধারা অব‍্যাহত। এবার প্রশ্ন উঠবে প্রকৃতি গিলে খেলে কার সাধ‍্যি তার গ্রাস থেকে বাঁচানো! অবশ‍্যই তা সম্ভব না। সামসেরগঞ্জে ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক। এবার সামসেরগঞ্জের কাকুরিয়া থেকে বাইপাস হয়ে ধূলিয়ান গামী গঙ্গা তীরবর্তী রাস্তায় বড়সড় ফাটল।
advertisement

মঙ্গলবার সকালে রাস্তায় ফাটলের খবর চাউর হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। জলস্তর একেবারেই নিম্নে থাকলেও শীতকালীন সময়ে রাস্তার ফাটল ঘিরে স্বাভাবিক কারনে উদ্বেগে গ্রামবাসীরা। উল্লেখ করা যেতে পারে, মাস দুয়েক আগে গঙ্গা ভাঙনের কবলে পরে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা গ্রাম। সেসময় গঙ্গাগর্ভে তলিয়ে যায় কাকুরিয়া থেকে বাইপাস হয়ে ধূলিয়ান যাবার প্রায় অর্ধেক রাস্তা।

advertisement

যদিও বাকি অর্ধেক রাস্তা থাকায় সেখান থেকেই যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। কিন্তু মঙ্গলবার সকালে সেই রাস্তাও গঙ্গার ভাঙনে ফাটল সৃষ্টি হওয়ায় গভীর উদ্বিগ্ন এলাকাবাসীরা। অবিলম্বে ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। সারজান বিবি বলেন, জানুয়ারি মাসেও আদেও হবে কিনা জানা নেই বারবার খালি আশ্বাস পাই কাজের কাজ কিছু হয় না। আমাদের দুশ্চিন্তা নিয়ে থাকতে হয়

advertisement

অন‍্যদিকে মোস্তাফিজুর রহমান বলেন বিগত তিন বছর ধরে গঙ্গা ভাঙন হচ্ছে কিন্তু প্রতিরোধের কোন ব্যবস্থা নেই তুলনামূলক কবে এখন বাঁধার সুযোগ রয়েছে জল কম রয়েছে কিন্তু এখন এক বস্তা ও মাটি দিয়ে বাধা হচ্ছে না। কাল থেকে ফাটল ধরেছে পরিস্থিতি হাতের বাইরে গেলে সর্বস‍্য হারাতে হয় আমাদের। কাউকে কিছু বলতে গেলেই মামলার জালে জর্জরিত হতে হয় আমাদের। প্রশাসনকে সু দৃষ্টিপাত করার অনুরোধ রাখছি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদ জেলাতে ফের গঙ্গা ভাঙন! আতঙ্কিত গ্রামের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল