পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা মুজজুরা বেওয়া। মুজজুরা বেওয়ার বৌমার দিকে অভিযোগের আঙুল তুলছেন প্রতিবেশীরা। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । পরে রানীনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। আটক করা হয় মৃতার বৌমা রুনা লাইলা এবং ছেলে টিংকু রহমানক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: 'ছারপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে...', বর্ধমানের সভা থেকে তুমুল তোপ মুখ্যমন্ত্রীর
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, 'বৃহস্পতিবার সকালে জানতে পারি গলায় একাধিক দাগ রয়েছে। ছেলে ও বৌমা এই খুন করেছেন। গৃহবধূর অন্য জায়গায় প্রনয় ঘটিত সম্পর্ক রয়েছে আর সেই কারণেই এই খুন করা হয়েছে। আমরা দোষীদের ফাঁসির দাবি করছি।'
আরও পড়ুন: হজমোলা ভেবে খেতে দিয়েছিল সহপাঠী, মুখে দিতেই করুণ পরিণতি ছাত্রের
মৃত মহিলার মেয়ে রিঙ্কু খাতুন জানান, 'আগে একাধিকবার ঝামেলা হয়েছিল। জমি সংক্রান্ত নিয়ে বিবাদ তৈরি হয়, পাশাপাশি গৃহবধূর অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত আছেন। সেই কথা জানতে পারার কারণেই এই হত্যা করা হয়েছে।' মা কে ইচ্ছে করে দাদা ও বৌদি খুন করেছে বলে অভিযোগ করেছেন মৃতের কন্যা। অন্যদিকে এই ঘটনার জেরে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । কি কারণে এই হত্যা তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।
কৌশিক অধিকারী