TRENDING:

Murshidabad Sweet: গরম গরম নলেন গুড়ের রসগোল্লা বানানোর কৌশল জানেন? শেখালেন কারিগর, আরও জমবে শীত

Last Updated:

শীতকালে যে গুড় দিয়ে যেমনই পদ হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সব কিছু হার মানে। প্রতি শীতে অপেক্ষা করে থাকেন নলেন গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: শীতকালে যে গুড় দিয়ে যেমনই পদ রান্না করা হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সব কিছু হার মানে। প্রতি শীতে অপেক্ষা করে থাকেন নলেন গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। খেজুর রস এবং নলেন গুড় খুবই সুস্বাদু। তাই সাধারণ রসগোল্লা তৈরির পাশাপাশি, খেজুরের রসের মধ্যে ডুবিয়ে তৈরি করা হচ্ছে এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা।
advertisement

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথায় নেই। রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটি যেন বাঙালির আবেগ। শীত আসার সঙ্গে সঙ্গে রসগোল্লার স্বাদ বেড়ে যায় আরও কয়েকগুণ। শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা।

বর্তমানে ডিসেম্বরে শীতকালে খেজুরের রস ও নলেন গুড় দিয়ে পায়েস, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠে, তালের পিঠে, খেজুর গুড়ের জিলাপি ইত্যাদি তৈরি হয়ে থাকে। স্বাদ আর মানভেদে খেজুরের গুড় পাটালি, নলেন গুড়, হাজারী গুড় নামে পরিচিত।

advertisement

আরও পড়ুন: ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস! বাতিল, রুট পরিবর্তন হল একাধিক ট্রেনের

View More

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে এই রসগোল্লা। নলেন গুড় এক ধরনের গুড় যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালিগুড়ে পরিণত করা হয়। ধরণ অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানাগুড়, পাটালি, চিটাগুড় ইত্যাদি ভাগে ভাগে ভাগ করা যায়। শীতকাল মানেই পিঠে-পুলির পার্বণ। আগেকার দিনে শীতকালে নলেন গুড় দিয়ে নানারকম পদ তৈরি হয়। তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি।

advertisement

কারিগরদের কথায়, ‘‘প্রথমে ভাল করে ছানা বানাতে হয়, তারপর সুজি এলাচ দিয়ে পাকানো হয়। পরে গুড়ের রসের মধ্যে ফেলে তৈরি করা হয় এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা । দৈনিক গড়ে এক হাজার করে তৈরি করা হয়। যা বিক্রি হয় ৮টাকা প্রতি পিস হিসেবে।’’

advertisement

যদিও দোকান মালিক কৌশিক দত্ত জানান, শীতের মরশুমে খাদ্য প্রীয় বাঙালি এই খেজুরের গুড়ের রসগোল্লা কিনতে ভিড় জমাচ্ছেন। এই রসগোল্লা তৈরি করে পার্শ্ববর্তী বীরভূম ও দুর্গাপুরে যায় এই মিষ্টি।

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Sweet: গরম গরম নলেন গুড়ের রসগোল্লা বানানোর কৌশল জানেন? শেখালেন কারিগর, আরও জমবে শীত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল