Radhikapur Rail Accident: ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস! বাতিল, রুট পরিবর্তন হল একাধিক ট্রেনের
- Published by:Debamoy Ghosh
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন করে আটকে পড়া রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের ফরাক্কা স্টেশনে নিয়ে যাওয়া হয়৷
মুর্শিদাবাদ: মধ্যে রাতে একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটল, যার কারণে আতঙ্কিত রেল যাত্রীরা। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ মুর্শিদাবাদের ফরাক্কার কাছে বল্লারপুরে আটকে থাকে রাধিকাপুর এক্সপ্রেস৷ এই দুর্ঘটনার জেরে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে৷ ঘুরপথে চালাতে হয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতার সংযোগকারী বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে৷
জানা গিয়েছে, কলকাতা স্টেশন থেকে রবিবার সন্ধ্যায় রওনা দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি৷ রাত ১.২৫ মিনিটে ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেল লাইনের উপরে একটি বালি বোঝাই লরি আচমকাই ট্রেনটির সামনে চলে আসে৷ ট্রেন থামাতে জরুরি ব্রেক কষেন চালক৷ তাসত্ত্বেও লরিটিকে গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন৷ সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন লেগে যায়৷ লাইন থেকে নেমে যায় ইঞ্জিনের চারটি চাকা৷
advertisement
advertisement
এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ ডাউন মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আপ নবদ্বীপ ধাম মালদহ টাউন এক্সপ্রেস রামপুরহাট, গুমানি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ আজিমগঞ্জ জংশন- বারহারওয়া জংশন স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে৷ কাটওয়া- আজিমগঞ্জ স্পেশ্যাল ট্রেনটি আজিমগঞ্জ জংশন পর্যন্ত যাবে৷
advertisement
ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন করে আটকে পড়া রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের ফরাক্কা স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকেই পাঁচটি বগি নিয়ে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ ট্রেন৷ বেলাইন হওয়া ইঞ্জিনটিকে লাইনে তোলার চেষ্টা চলছে৷
জানা যায়, রেলের ট্র্যাক থেকে ইঞ্জিনের চাকা রেল নেমে যাওয়ার কারণে স্ল্যাব ভাঙতে থাকে। যে কারণে মেরামতি না করে ওই লাইন দিয়ে আর ট্রেন চালানো যাবে না৷
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 9:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Radhikapur Rail Accident: ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস! বাতিল, রুট পরিবর্তন হল একাধিক ট্রেনের