TRENDING:

Puja Fashion 2023 : গ্লাসের সঙ্গে এবার বদলে ‌যাবে চশমার ফ্রেমের রঙ! পুজোর ফ্যাশানে নয়া চমক

Last Updated:

পুজোর চারদিনে ভিড়ের মাঝে নজর কাড়তে জুতো থেকে জামা, ব্যাগ থেকে গয়না সবই কিনতে শুরু করেছেন সবাই। তবে চশমাটাই কেন বাদ যাবে বলুন তো। ফ্যাশনে বদল আনতে চশমার ফ্রেমটা বদল করে দেখতে পারেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: দিনের পর দিন আমরা একই ফ্রেমের চশমা পড়ি। এক বার চশমা না ভাঙলে কিংবা চোখের পাওয়ারে হেরফের না হলে আমরা খুব সহজে চশমায় বদল আনি না। সামনেই বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব দুর্গাপুজো। পুজোর সময়ে নিজেকে নতুন জামা কাপড় সঙ্গে চোখের চশমায় থাক নতুনত্ব। তবে এবছর নজর কাড়ছে চেঞ্জার ফ্রেম।
advertisement

একদা চশমার গ্লাসের চেঞ্জার হয় দেখা গেছে। কিন্তু এবছর চেঞ্জার ফ্রেম আকর্ষণীয় হয়ে উঠেছে যুব সম্প্রদায়ের কাছে।পুজোর চারদিনে ভিড়ের মাঝে নজর কাড়তে জুতো থেকে জামা, ব্যাগ থেকে গয়না সবই কিনতে শুরু করেছেন সবাই। তবে চশমাটাই কেন বাদ যাবে বলুন তো। ফ্যাশনে বদল আনতে চশমার ফ্রেমটা বদল করে দেখতে পারেন। পুজোর সাজটাই একেবারে বদলে যাবে।

advertisement

আরও পড়ুন:এখন আর ওড়েনা নীলকণ্ঠ পাখি! ৩৫০বছরের প্রাচীন কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো!

নিদিষ্ট মুখের সাইজ অনুযায়ী সানগ্লাস থেকে রকমারী চশমা বিক্রি করছেন বিক্রেতারা।চশমা বিক্রেতাদের কথায়, বছরের পুজোতে দুপুরে যারা বেরোবেন বা সকালে যারা বেরোবেন তাদের জন্য অবশ্যই চশমা দরকার পড়বে। শুধু তাদের জন্য নয় চশমা বর্তমান সময়ের এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর এই পুজোর মরশুমে ছেলে হোক বা মেয়ে সকলেরই চোখে চশমা দেখতে পাওয়া যায়। আপনিও যদি দিনে ঘুরতে বের হতে চান তবে আপনি পড়তে পারেন এই কালো চশমা। বর্তমানে কালো চশমা সবচেয়ে জনপ্রিয়তা বেশি।

advertisement

View More

আর কালো চশমার মধ্যেও সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আয়তাকার কালো চশমা। কালো চশমা প্রেমীদের দাবি এই আয়তকার চশমা নাকি মেজাজ ভালো রাখে। আর এরই সঙ্গে তাদের সৌন্দর্য বৃদ্ধি করে এই চশমা। একদিকে যেমন চোখকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করে অপরদিকে সৌন্দর্য বাড়িয়ে তোলে এই চশমা। পাশাপাশি সুর্যের রশ্মিতেও পরিবর্তন হবে চশমার ফ্রেমে। যে রকম কালার চাইবেন মিলবে মোটামুটি সেই রকম কালার। এছাড়াও পুজোর সময় দিচ্ছেন আকর্ষণীয় ছাড়, যা ইতি মধ্যেই মন জুগিয়েছে ক্রেতাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Puja Fashion 2023 : গ্লাসের সঙ্গে এবার বদলে ‌যাবে চশমার ফ্রেমের রঙ! পুজোর ফ্যাশানে নয়া চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল