Traditional Durga Puja 2023: এখন আর ওড়েনা নীলকণ্ঠ পাখি! ৩৫০বছরের প্রাচীন কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Traditional Durga Puja 2023: আজও অমলিন ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো। জানুন
মুর্শিদাবাদ: দশমির দিন দেবীর বিদায় আগে ময়ুরপঙ্খী নৌকা আসত ভাগীরথী নদীতে। এই মন্দিরে থেকে দেবীকে নৌকায় চাপানো হত, কোনও মাঝি থাকত না এবং পরে ঘাটে এসে কাঠামো পরে থাকত। এছাড়া নীলকন্ঠ পাখি একজোড়া ছাড়া হত। যদিও এখন নীলকন্ঠ পাখি নেই এবং ময়ুরপঙ্খী নৌকা নেই। তবু আজও অমলিন ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো ।
পরিবারের সদস্যরা জানান, ১৬৬৫ সালে প্রথম পুজো হয়। প্রথম বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দ কুমার পিতা পদ্মনাভ রায়ের নির্দেশে এই দুর্গাপুজো প্রথম চালু হয়। পরে মুর্শিদাবাদে মহারাজা নন্দকুমার চাকরি যোগদান করেন মীর জাফর আমলে। ফলে বহরমপুর কুঞ্জঘাটা প্যালেস তৈরি করা হয় এবং বীরভূমের ভদ্রপুর থেকে কাঠামো নিয়ে এসে বহরমপুরে কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন সেই কাঠামোতে আজও দেবী দশভুজা তৈরি হয়ে আসছে।
advertisement
আরও পড়ুন:
advertisement
পুজো প্রতিষ্ঠা করেন মহারাজ নন্দকুমার বাবা পদ্মনাভ রায়। প্রতিমাতে আজও একই কাঠামোতে ৩৫০বছর ধরে পুজো হয়, যদিও দেবীর সন্তান শুধু নয় জয়া ও বিজয়া এখানে পুজো হয়। আষাঢ় মাসে রথের দিন কাঠামোতে মাটি দিয়ে পুজো দিয়ে সূচনা করা হয় পুজোর। যদিও কালের নিয়মে রথযাত্রা বন্ধ হলেও আজও রথের দিন সেই উৎসব ও পুজো অর্চনা করা হয়। মহালয়া দিন থেকেই পুজোর সুচনা করা হয়, চারদিন মহাধুম ধাম করে পুজো পরিচালনা করা হয়। ষষ্ঠী ও সপ্তমী দিনে বন্দুক ফায়ার করে ঘট ভরতে যাওয়া হয়। যদিও রাজ ও নেই রাজাও নেই কিন্তু ঐতিহ্য পরম্পরা মধ্যে দিয়ে দেবীর পুজো হয়ে আসছে এই কুঞ্জঘাটা রাজবাড়িতে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 11:33 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Traditional Durga Puja 2023: এখন আর ওড়েনা নীলকণ্ঠ পাখি! ৩৫০বছরের প্রাচীন কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো!