এবারের ধুলিয়ান চ্যালেঞ্জার কাপের অন্যতম আকর্ষণ হচ্ছে দর্শকরা ক্যাচ ধরলে নগদ পুরস্কার প্রদান। আজকের খেলায় একজন মহিলা দর্শক বাউন্ডারির বাইরে ক্যাচ ধরে নগদ ১০ হাজার টাকা জিতে নেন। মহিলার ক্যাচ ধরা নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।
আরও পড়ুন : করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
advertisement
বিড়ি বাঁধা অবস্থায় ক্যাম্বিস বল ক্যাচ ধরায় পেলেন পাঁচ হাজার টাকা ও একটি দামি শাড়ি। পুরস্কার পেয়ে খুশি মহিলা।বাড়ির ছাদে বিড়ি বাঁধছিলেন এক মহিলা। পাশের মাঠে চলছিলো ক্রিকেট টুর্নামেন্ট। সেই মুহূর্তেই ক্রিকেটারের ছক্কা হাঁকানো বল ছাদে আসতেই বিড়ি বাঁধা অবস্থাতেই কার্যত ক্যাচ লুফে নিয়ে সকলের নজর কাড়েন মহিলা। বিড়ি বাঁধার সময় মহিলার ক্যাচ ধরার মাঠ জুড়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়। সঙ্গে সঙ্গে মাইকে স্টেজে ডেকে ওহিদা খাতুন নামে মধ্যবয়সি মহিলাকে পুরস্কৃত করেন ক্রিকেট টুর্নামেন্ট কমিটি।
আরও পড়ুন : গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী
পাঁচ হাজার টাকা নগদ অর্থ প্রদানের পাশাপাশি ১৩ হাজার টাকার বেনারসি শাড়ি দিয়ে পুরস্কৃত করা হয়। সংবর্ধনা ও পুরস্কার পেয়ে খুশি হন বিড়ি শ্রমিক ওই মহিলা। উল্লেখ করা যেতে পারে, ৯ জানুয়ারি থেকে সামশেরগঞ্জ ফিল্ডে সপ্তাহব্যাপী চলছে ক্রিকেট টুর্নামেন্ট। আর সেখানেই চলছিলো সেমিফাইনাল। সেখানে এক ক্রিকেটারের ছক্কা হাঁকানো বল ছাদের উপরে ক্যাচ ধরে চমক দেয় ওই মহিলা।