গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী

Last Updated:

Naatu Naatu: সুরকার এম এম কীরাবাণী জানিয়েছেন অস্কার ২০২৩-এর আসরে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী

গোল্ডেন গ্লোবসে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’
গোল্ডেন গ্লোবসে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’
মুম্বই : গোল্ডেন গ্লোব-এর সেরা সঙ্গীত বিভাগে সম্মানিত হয়ে 'আরআরআর' গর্বিত করেছে দেশকে৷ এস এস রাজামৌলির ছবি এখন তৈরি হচ্ছে অস্কারের মঞ্চের জন্য৷ গোল্ডেন গ্লোবস-এ সম্মানিত ফুট ট্যাপিং ‘নাটু নাটু’-র অন্যতম নেপথ্য কারিগর সুরকার এম এম কীরাবাণী জানিয়েছেন অস্কার ২০২৩-এর আসরে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী৷
গোল্ডেন গ্লোবসে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’। এই সম্মান ও স্বীকৃতিতে উচ্ছ্বসিত কীরাবাণী৷ তিনি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন৷ বলেন, ‘‘আমি নিশ্চিত আমরা অস্কার সম্মানেও ভূষিত হব।’’ ভারতের পাশাপাশি আমেরিকা থেকে আসা শুভেচ্ছাবার্তাতেও তাঁর ফোনের ইনবক্স ভর্তি বলে জানা গিয়েছে। দেশকে গর্বিত করতে পেরে খুবই খুশি তিনি।
advertisement
সুরকার এম এম কীরাবাণী জানিয়েছেন অস্কার ২০২৩-এর আসরে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী সুরকার এম এম কীরাবাণী জানিয়েছেন অস্কার ২০২৩-এর আসরে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী
advertisement
আরও পড়ুন :  করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
৮০ তম গোল্ডেন গ্লোব-এর মঞ্চে সম্মানিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিনন্দন বার্তা পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন কীরাবাণী৷
advertisement
কঠোর পরিশ্রম যে এভাবে সম্মানিত হবে, তিনি ভাবতে পারেননি৷ তাঁর মনে হচ্ছে এখনও স্বপ্নের ঘোরে আছেন৷ এবং এই সুখস্বপ্ন থেকে জাগতে চাইছেন না তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement