চিকিৎসকেরা জানিয়েছেন, গৃহবধূর কান কেটে যাওয়ায় ৫ সেলাই পড়েছে। ওই গৃহবধূর চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে সালার থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে সালার থানার পুলিশ।
আরও পড়ুন: 'মাঠে বসে পরীক্ষা দেয় পড়ুয়ারা', দিনহাটায় নতুন কলেজের আবেদন উদয়ন গুহর
advertisement
জানা গিয়েছে, সালার থানার অন্তর্গত দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মানোকা বিবির সাথে প্রতিবেশীর বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের জেরেই কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই গুরুতর আহত অবস্থায় মানোকা বিবিকে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে গৃহবধূর কান কাটার ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকাল থেকেই দুই প্রতিবেশীর মধ্যে হঠাৎই বিবাদ চরমে ওঠে। মানোকা বিবিকে সেই বিবাদের জেরেই কান কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে কান কেটে দেওয়ার পর আমরাও হতবাক। দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা।
কৌশিক অধিকারী