শুক্রবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত অরিজিৎ সিংহের মোটর বাইক। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র গুলো কাকে দেওয়ার উদ্দেশ্যে সামশেরগঞ্জে এসেছিল যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচন আর আট দিন বাকি। কোথাও উদ্ধার হচ্ছে বোমা কোথাও বা উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে এত পরিমাণ বোমা বা আগ্নেয়াস্ত্র আসছে তা নিয়ে চিন্তিত জেলা পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন: অবলা বন্ধুত্ব! আহত গরুকে ছেড়ে গেল না অন্য গরু! চোখে জল আনবে ভিডিও
তবে শুধু সামশেরগঞ্জে নয়, গত মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে দৌলতাবাদ থানার পুলিশ। গত মঙ্গলবার রাত্রে দৌলতাবাদ থানার ছয়ঘরি পিরতলা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন দৌলতাবাদ থানার পুলিশ একটি মোটরসাইকেল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ঘটনায় তিন মোটরবাইক আরোহীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল সারজু মণ্ডল, আলী রেজা মণ্ডল ও জুনাইদ মণ্ডল। পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে গত বুধবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
কৌশিক অধিকারী