সোমবার থেকে বুধবার পর্যন্ত এই হস্ত শিল্প মেলা চলবে । পাটের কাজ, বিভিন্ন পটশিল্প, বুটিক শাড়ী নিয়ে এসেছেন মহিলা শিল্পীরা । হাতে তৈরি করা বিভিন্ন গয়নাও রয়েছে এই মেলায়। মেলার মধ্যেই রয়েছে রসনা তৃপ্তির আয়োজন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে । শিল্পীরাও পুজোর আগে এই ধরণের মেলায় আসতে পেরে খুশী ।
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে নিজের হাতের কাজ নিয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরেরপটশিল্পী সায়রা চিত্রকর জানালেন, এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। নিজের হাতের কাঁথা কাজ নিয়ে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি লন্ডন ও জার্মানিতে গিয়েছেন শিল্পী আফরোজা খাতুন। তিনিও তাঁর ভালো লাগা জানাতে ভুললেন না। জানালেন, নিজে কাজ করার পাশাপাশি আরও ৫০ জন মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Murshidabad News: গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করতে যুবক-যুবতীদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ
আরও পড়ুন: South 24 Parganas News : মাছ ধরার নদীতে হঠাৎ ভাসছে কুমির! আতঙ্ক রায়দিঘীতে!
তবে উদ্যোক্তারা জানালেন, পিছিয়ে পড়া মহিলা বা সিঙ্গেল মা তাঁরা বর্তমানে কেউ আর সমাজে আর পিছিয়ে নয়। তাঁরা এখন এগিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার বৃদ্ধি করে স্বর্নিভর হচ্ছেন।পাশাপাশি দুর্গা পুজোর আগে নারী সংগঠনের উদ্যোগে বহরমপুরে এই মেলার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। তবে গ্রামীণ পটশিল্পী সায়রা চিত্রকরের পটের গল্প শুনতে ভিড় করছেন বহু সাধারণ মানুষ।
কৌশিক অধিকারী