গ্রেফতার করা হয় পর্বত সিং ও বলজিৎ সিং নামে দুই ব্যক্তিকে। ধৃতরা হরিয়ানা থেকে ট্রাকটি নিয়ে আসে এবং রাস্তার মধ্যে তারা রেলের কিছু যন্ত্রাংশ তারা গাড়িতে লোড করে। তারপর বীরভূমের ইলামবাজারে এসে ওই গাড়িতে পোস্তর খোসা লোড করে। বিপুল পরিমান পোস্তর খোসা দেশের রাজধানী দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে, এই ধরনের পাচারের কাজ তারা আগে থেকেই করে। উদ্ধার হওয়া পোস্তর খোসার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়।
advertisement
আরও পড়ুন: বিড়ি বিক্রি করে চলে সংসার! কেটেছিলেন লটারির টিকিট! তারপর যা হল ভাবতেও পারবেন না!
প্রশাসন মুর্শিদাবাদ জেলায় বেআইনি পোস্ত চাষের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর থেকেই বেআইনি পোস্ত চাষ তারপর থেকেই বন্ধ। কিন্তু মাদক কারবারিদের হাতে রয়ে গিয়েছে আফিম ও খোসা। পোস্তর দাম আকাশছোঁয়া হলেও বাঙালির কিন্তু পাতে পোস্ত লাগে। কিন্তু এই পোস্তর খোসা কি কাজে ব্যবহার করা হয়? সুত্র মারফত জানা যাচ্ছে, পোস্তর খোসা মূলত নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।যদিও কাস্টমস সুত্রে জানা গিয়েছে, কি কারণে এত পরিমাণ নিষিদ্ধ পোস্তর খোসা নিয়ে যাওয়া হচ্ছিল তার ও পৃথক তদন্ত করবে কাস্টমস বিভাগ।
কৌশিক অধিকারী