স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সামসুদ্দিন সেখের বাড়িতে কেউ না থাকার সুবাদে দুই যুবক একটি বাইকে এসে বাড়ির তালা ভেঙে ঘর ঢোকে এক যুবক। ভিতরে ঢুকে বাড়িতে থাকা সোনা ও রূপার জিনিসপত্র চুরি করছিল সে এমনটাই অভিযোগ। অন্যজন রাস্তার উপর বাইকে বসে বসে নজরদারি করছিল।
আরও পড়ুন- কৃষি কাজে উন্নতির লক্ষ্যে মুর্শিদাবাদের কৃষকদের ভর্তুকি দেওয়া হল 'এই' বিশেষ যন্ত্রের জন্য
advertisement
প্রতিবেশীদের ওই যুবককে দেখে সন্দেহ হলে বাড়ির মালিক সামসুদ্দিনকে ফোনে করে আসতে বলে। তিনি এসে যাওয়ায় বাইকে থাকা ব্যক্তি তাঁকে দেখে পালিয়ে যায়। এরপর তিনি বাড়ির ভিতরে ঢুকতেই দেখা যায় তালা ভাঙা, অথচ দরজা বন্ধ আছে। বাড়ির মালিক চিৎকার করতেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে ওই যুবক। গ্রামবাসীরা পিছনে ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে। এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে শুরু করে গোন ধোলাই।
আরও পড়ুন- গভীর রাতে বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন সবাই, এরপরই এল এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি!
ওই যুবকের পকেট থেকে সোনা ও রূপোর গয়না উদ্ধার হয়। গাছে বেঁধে জিজ্ঞাসা করা হয় নাম ঠিকানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের নাম রমজান সেখ বাড়ি বহরমপুর থানার অন্তর্গত খাগড়া ষ্টেশন এলাকায় । তার সঙ্গে থাকা ওপর জনের বাড়ি বেলডাঙা। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় । অভিযুক্ত ওই যুবকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
কৌশিক অধিকারী