পশ্চিমবঙ্গে চার জায়গায় এই লোগো বসানো হয়েছে। কলকাতা দু'টি জায়গায় ও কোচবিহার রাজবাড়ি এবং মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে জি ২০ লোগো বসানো হয়। মূলত নবাবের জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ। ইতিহাসের টানে বহু পর্যটকরা উপস্থিত হন হাজারদুয়ারিতে।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে হাজারদুয়ারি প্যালেস। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে দেশের একশোটি জায়গার সঙ্গে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে বসানো হয়েছে এই লোগো।
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে আর তেমন কথাই হয় না? দূরত্ব বেড়েছে অনেকটাই? এই টিপসেই রয়েছে সমাধান
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক ডঃ এম সি জোশি জানান, হাজারদুয়ারি প্যালেসে জি ২০ লোগো লাগানো হয়েছে। দৈনন্দিন যে সাফাই অভিযান চলে। অন্যদিকে ২০২৩ সালে যে জি ২০ সন্মেলন আয়োজন হতে চলেছে তার জন্যই জি২০ লোগো লাগানো হয়েছে। ১লা ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বসানো থাকবে এই লোগো। অন্যদিকে, এখন ডিসেম্বর পর্যটক সিজিন চলছে। তার জন্য সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দেওয়ার জন্য এই জি ২০লোগো লাগানো হল জানানো হয়েছে হাজারদুয়ারি প্যালেস কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: যেন হুবহু বেলুড় মঠ, পাঁচলার নতুন মন্দির ঘিরে ভক্তদের উচ্ছ্বাস
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ শেষ হলেই ২০২৩ সালে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন আয়োজন করবে বলে খবর মিলছে৷ বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে ভারত এক বছরে সারা দেশে ২০০ টিরও বেশি জি-২০ বৈঠকের আয়োজন করবে৷ জি-২০, বা গ্রুপ অফ টোয়েন্টি, বিশ্বের প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। এটি ১৯টি দেশ নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
কৌশিক অধিকারী