TRENDING:

Murshidabad News: কেক তৈরি হচ্ছে রসমালাই-রাবড়ি দিয়ে, নতুন মিষ্টি-প্রেমে মজেছে বাঙালি!

Last Updated:

Murshidabad News: কান্দি শহরে মেলায় বিক্রি হচ্ছে মুখরোচক রাবড়ি কেক। আর এই কেক যে সে কেক নয়, রাবড়ি দিয়ে তৈরি রসমালাই বরফি কেক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাঙালি খাবার খেতে ভালবাসেন। সেটা বিভিন্ন রকমের পদ হতে পারে। তবে ছানা রসমালাই রাবড়ি মালাই দিয়ে তৈরি করা রাবড়ি কেক। যা নিয়ে এখন মজেছেন বাঙালিরা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে মেলায় চলছে মুখরোচক রাবড়ি কেক। আর এই কেক যে সে কেক নয়, সম্পুর্ণ রাবড়ি দিয়ে তৈরি রসমালাই বরফি কেক। বর্তমানে এই রাবড়ি রসমালাই কেক খেতে মজেছেন সকলেই। জয়নগর থেকে আগত এই কেক বেশ সুস্বাদু।
advertisement

কথায় আছে ভোজন রসিক বাঙালি, বাঙালিরা খেতে ভালবাসেন। আর সেটা হতে পারে বিভিন্ন রকমের খাদ্য। চা থেকে কেশর চা, ঠিক তেমনই ছানার কেক থেকে সুস্বাদু কেক। তবে শুনেছেন কি রসমালাই রাবড়ি কেক। দুধকে ক্ষিরের মতো তৈরি করে, ছানা দিয়ে বানানোর পর রসমালাই রাবড়ি তৈরি করে থাকে। এই রাবড়ি কেকে বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। যা স্বাদে অতুলনীয়। আর এই কেক খেলে জিভে জল আসবে আপনারও।

advertisement

আরও পড়ুন: দোকানের দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য, ঝুলে রয়েছে বুলেট! ইসলামপুরে চরম চাঞ্চল্য

আরও পড়ুন: ছেলে ও স্ত্রী ঘুমিয়ে পড়ার পর গান গাইতে গাইতে ইস্ত্রি করছিলেন পুলিশ স্বামী, চিরকালের জন্য থেমে গেল সেই গান!

View More

রাবড়ি বানানোর জন্য যা উপকরণ ব্যবহার করা হয়েছে তা হল- ফুল ফ্যাট দুধ, চিনি ৭-৮ চামচ, এলাচ গুঁড়ো হাফ চা চামচ, পেস্তা পাউডার হাফ চা চামচ, আমন্ড পাউডার হাফ চা চামচ, কাজু বাদাম গুঁড়ো হাফ চামচ, কর্নফ্লাওয়ার হাফ চামচ। আর এই সব দিয়ে তৈরি করা হয়ে থাকে রাবড়ি। আর তা জমিয়ে পিস পিস করে কেটে বিক্রি করা হয় রাবড়ি কেক। যা স্বাদে ও খেতে আপাতত অতুলনীয়। জানা গিয়েছে, রস মালাই রাবড়ি কেক তৈরি করতে হয় দুধ চিনি এলাচ-সহ বেশ কিছু উপকরণ দিয়ে, পরে আগুনে তাপ দিয়ে তৈরি করতে হয়। তারপরেই তৈরি হয় এই কেক। যার দাম পড়ে ৩০ টাকা প্রতি কাপ হিসেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কেক তৈরি হচ্ছে রসমালাই-রাবড়ি দিয়ে, নতুন মিষ্টি-প্রেমে মজেছে বাঙালি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল