অভিভাবকদের দাবি, প্রাথমিক বিভাগের সব ছাত্রদেরই স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে। অন্যদিকে, মাধ্যমিক বিভাগের স্কুলের প্রধান শিক্ষক পুষ্পেন চট্টোপাধ্যায়ের দাবি , খুব বেশি ১৫০ জন ছাত্রকে ভর্তি নিতে পারে স্কুল। কিন্তু প্রাথমিক বিভাগে পড়ে অনেক বেশি ছাত্র। বেশি ছাত্র ভর্তি নিতে নারাজ স্কুল।
আরও পড়ুন: উন্নয়ন-কাজের নিরিখে কত নম্বর পেল বানেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত? চমকপ্রদ রিপোর্ট
advertisement
স্কুল থেকে এক কিলোমিটার এলাকার মধ্যের ছাত্রদেরই ভর্তি নেবে স্কুল। স্কুলের প্রাথমিক বিভাগকে দায়ী করেছেন তিনি। যদিও এই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সম্বলগতি মণ্ডল হাই স্কুলের কতৃপক্ষের দিকেই দায় ঠেলেছেন। বিপাকে পড়েছেন অভিভাবক, অভিভাবিকারা। যদিও প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী একই স্কুল হওয়ায় পাশ করা সমস্ত প্রাইমারি ছাত্রদের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হয়।
আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা নবান্নের, ডেটলাইন ১৫ জানুয়ারি
কিন্তু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তা মানছেন না। উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুলের ৫০০ মিটারের মধ্যে বাস করা ছাত্রদের স্কুলে ভর্তি নেওয়ার কথা সরকারি নিয়ম অনুযায়ী। তাই দূরে বাড়ি থাকা ছাত্রদের ভর্তি নেওয়া হচ্ছে না। বিষয়টি কর্তৃপক্ষকে দুই তরফ থেকেই জানানো হয়েছে। গোটা ঘটনায় সমস্যায় পড়েছেন অভিভাবকরা।
কৌশিক অধিকারী