আমের রকমারি পদ খেতে চান? হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমপ্রেমীদের। কিংবা ধরুন এক্কেবারে খাঁটি আমের আস্বাদ নিতে চান? যেমন ল্যাংড়া, গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, আম্রপালি৷ বিভিন্ন ধরনের আমের সম্ভার নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে। নবাবের শহর মুর্শিদাবাদে বাসিন্দাদের ভেষজ ও সারবিহীন পণ্য উপহার দিতে এই উদ্যোগের আয়োজন করা হয়েছিল বিশেষ আম উৎসবের। আর হাতের কাছে এমন সুবর্ণ সুযোগ পেয়ে শহরের বাসিন্দারাও তা হাতছাড়া করেননি।
advertisement
আরও পড়ুন-দুই বয়ফ্রেন্ডের তুমুল মারামারি! গুলি, বন্দুক, ভাঙচুর বাদ গেল কিছুই, উত্তপ্ত কাশিপুর
আরও পড়ুন-জ্যৈষ্ঠের গরমে পুড়ছে কলকাতা-সহ বাংলা, বৃষ্টির দেখা কবে, জানুন বর্ষার খবর
এবছর এই প্রথম নবাব নগরীতে আম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। লালবাগ মহকুমার মহকুমা শাসক সুদীপ ঘোষ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরপর চার দিন চলার পর অবশেষে এবছরের মতো শেষ হল ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৩’। মুর্শিদাবাদ জেলায় সম্ভবতই এই প্রথমবার ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করা হল। যেখানে মুর্শিদাবাদ সহ জেলার বাইরে থেকে বহু পর্যটক আসেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। প্রায় প্রত্যেকে কেনেন মুর্শিদাবাদের নবাবী আম।
কৌশিক অধিকারী