TRENDING:

Murshidabad News: রাজ্য তোলপাড়, অথচ বাংলার গরু পাচারে উঠছে ফের ভয়ঙ্কর চিত্র! বাড়ছে দুষ্কৃতীরাজ

Last Updated:

ফের সক্রিয় হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে গরু পাচার ও মহিষ পাচার চক্র। ৩০টি মহিষ-সহ একটি লরি আটক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: ফের সক্রিয় হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে গরু পাচার ও মহিষ পাচার চক্র। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ, বুধবার ভোর রাতে সাজুরমোড় সংলগ্ন এলাকা থেকে ৩০ টি মহিষ-সহ একটি লরি আটক করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মহিষগুলি মূলত হরিয়ানা থেকে নিয়ে আসা হচ্ছিল বলে খবর। যদিও পুলিশ জানায় লরিটি জঙ্গিপুরের উমুরপুর হয়ে সুতিতে এসেছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেলে।
গরু-মহিষ পাচারের অভিযোগ
গরু-মহিষ পাচারের অভিযোগ
advertisement

এই ঘটনার জেরে গ্রেফতার করা হয় দুই জনকে। মহিষ গুলো মুলতো পাচারের উদশ্যে নিয়ে আসা হয়েছিল বলে খবর, এর সঙ্গে আরে কে কে জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। মূলত বাংলাদেশে পাচারের আগেই বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা সীমান্তবর্তী জেলা হিসেবে পরিচিত ।বর্তমানে গরু পাচার কান্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি তৎপর মুর্শিদাবাদ জেলাতে । গরু পাচার কান্ডের মুল এনামুল হক ইতি মধ্যেই সিবিআইয়ের হেফাজতে আছেন।

advertisement

আরও পড়ুন: টাকা নিয়ে অশান্তি, খুনোখুনিতে শেষ হল মুর্শিদাবাদের ভয়াবহতা!

আরও পড়ুন: মাছ না মিষ্টি? জলপাইগুড়িতে ভাইফোঁটার জমজমাট বাজার

পাশাপাশি মুর্শিদাবাদ জেলা হয়ে বাংলাদেশে এই গরু ও মহিষ পাচার করা হয়ে থাকে বলে মনে করা হচ্ছে। বর্তমানে শীতল আবহাওয়া পরতে শুরু করেছে, ফলে এই সুযোগ কে কাজে লাগিয়ে দুস্কৃতীরা এই গরু ও মহিষ পাচার করে থাকে। তবে তার আগেই বড় ধরনের সাফল্য পেল পুলিশ প্রশাসন। এর আগেও একাধিকবার গরু ও মহিষ উদ্ধার করা হয়েছে। কিন্তু তারপরেও উত্তরভারত থেকে সড়ক পথে গরু ও মহিষ মুর্শিদাবাদ জেলা হয়ে সীমান্তবর্তী পারাপার করে বাংলাদেশে চলে যায়। তবে ধৃত দুইজনকে বুধবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাজ্য তোলপাড়, অথচ বাংলার গরু পাচারে উঠছে ফের ভয়ঙ্কর চিত্র! বাড়ছে দুষ্কৃতীরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল