TRENDING:

Murshidabad News: অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্কিত স্যান্টা ফোকিয়া ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিতর্ক

Last Updated:

বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। আর অধীর চৌধুরী মানেই বিতর্ক হবে না, এটা তো হতে পারে না। অধীর চৌধুরী মানেই বিতর্ক থাকে সব সময়। বহরমপুর শহরের অধীর চৌধুরীর একদা ক্লাব হিসেবে পরিচিত স্যান্টা ফোকিয়া ক্লাব । 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। আর অধীর চৌধুরী মানেই বিতর্ক হবে না, এটা তো হতে পারে না। অধীর চৌধুরী মানেই বিতর্ক থাকে সব সময়। বহরমপুর শহরের অধীর চৌধুরীর একদা ক্লাব হিসেবে পরিচিত স্যান্টা ফোকিয়া ক্লাব । প্রতি বছর বড় বাজেটের কালীপুজো করে থাকেন। এ বছর হায়দরাবাদের একটি মণ্ডপের আদলে তৈরি করা হয়েছে সজ্জা ।
advertisement

কিন্তু শনিবার বহরমপুর ওয়াই এম এ ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। কিন্তু প্রশাসনের জটিলতার কারণে অনুষ্ঠান বাতিলের পথে। আর তা নিয়ে সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনীতি। নিরাপত্তা অভাব সহ একাধিক বিষয় তুলে BLRO অনুমতি দিচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। বহরমপুরে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন সাংসদ অধীর চৌধুরী।

আরও পড়ুন -  T20 WC: ভাই-ভাইয়ে প্রেম! বিরাট ও সূর্যের ইনস্টাগ্রাম ভালবাসা সুপার ভাইরাল

advertisement

অধীর চৌধুরী অভিযোগ করেছেন, ‘‘বহরমপুর শহরে আগে স্যান্টা ফোকিয়ার অনুষ্ঠানে কালীপুজোতে বাবুল সুপ্রিয়, বাপ্পি লাহিড়ী অনুষ্ঠান করে গেছেন। আজকে জর্জ কোর্টের মাঠে জায়গা নেই। তাই বহরমপুর ওয়াই এম এ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাইরে থেকে শিল্পীরা এসে অনুষ্ঠান করার কথা। আজকের দিনে বড় বড় অনুষ্ঠান ওয়াই এম এ ময়দানে করা হয়ে থাকে। কয়েক দিন আগেই কার্নিভাল করা হয়েছে। শহরের সব মেলা সব অনুষ্ঠান ওখানে হয়। সেই ওয়াই এম এ ময়দানে অনুষ্ঠান করার জন্য মাঠের অনুমতি ও পুলিশের অনুমতি পাওয়া গিয়েছে। কিন্তু হঠাৎ করে BLRO তারা বলছেন অনুমতি দেওয়া হবে না।’’

advertisement

আরও পড়ুন - ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া টিমে রাজ্যের জঙ্গলমহলের শুভেন্দু

তিনি আরও বলেন , ‘‘কারণ তারা বলতে চাইছেন না। কারও প্রচ্ছন্ন ইঙ্গিত ছাড়া এটা হতে পারে না।’’ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে অধীর চৌধুরী বলেন, ‘‘আমি আপনাদের প্রতিপক্ষ। আপনারা আমাকে শত্রু ভাবতে পারেন। কিন্তু আমি আপনাদের কে শত্রু ভাবি না। রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি। কিন্তু একটা কালিপুজো কে কেন্দ্র করে ছোট ছোট যুবকদের আনন্দ অনুষ্ঠানে উপভোগ করতে দেবেন না এটা অন্যায় বলেই সাংবাদিক বৈঠকে তোপ দেগেছেন সাংসদ অধীর চৌধুরী। যদিও এই বিষয়ে BLRO বা পুলিশ প্রশাসন কোনো ভাবেই মুখ খুলতে চাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্কিত স্যান্টা ফোকিয়া ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল