বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে ষ্টুডেন্টর্স হেলথ হোমে CWC ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একদল ছাত্র ও ছাত্রীরা দল বেঁধে ফি বছর বোনেদের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বোন ফোঁটার। সেই মত করোনা আবহ কাটিয়ে এই বছর বিধি মেনে এই ফোটার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।
আরও পড়ুন - পারস্পরিক সম্পর্ক-পরকীয়া! প্রকাশ্যে নতুন বাংলা সিনেমা 'তৃতীয়'-র নাটকীয় মোচড়ে ভরা ট্রেলার
advertisement
ভাই ফোঁটা পাজি পঞ্জিকা দেখে করা হয়। কিন্তু পঞ্জিকায় কোন ব্রত বা নিয়ম নেই তাই মেয়েরা নিজেদের মঙ্গল কামনায় এর আয়োজনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ভাই ফোটার রীতি মেনে চন্দন, কাজল,শিশির সহ নানা উপকরন দিয়ে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টি মুখের আয়োজন। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি, মিষ্টি নিয়ে এসে এই আয়োজন সামিল হতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন ।
আরও পড়ুন - শ্রীকৃষ্ণ ও রাধিকা খেলতেন! কালীপুজোর পরেই আজও ‘এই’ খেলার আয়োজন হয় ভগবানগোলায়
শপথ গ্রহণ করলেন বোন ও ভাইরা সকলেই। বোনেরা যাতে তাদের বিপদে পাশে পান ভাইদের, ভাইদের কোন বিপদে পাশ পান বোনদের এই বার্তা দেওয়া হয়। ৪৫জন ছাত্র ও ছাত্রীরা তারা ভাইফোঁটাতে অংশ গ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছে। ভাই ফোঁটার নিয়ম অনুযায়ী প্রতিপদে অনেকেই ফোঁটা সারেন তাই এই বোন ফোঁটার আয়োজন করা হল বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে।
Kaushik Adhikary