TRENDING:

Murshidabad News: শুধু ভাইরা কেন! বোনেরা বাদ যাবে কেন ফোঁটা থেকে! তাই অভিনব উদ্যোগ

Last Updated:

বৃহস্পতিবার ছিল ভাই ফোঁটা। কিন্তু যারা ভাই ফোঁটা দেন সেই বোনেরা বা বাদ যাবে কেন ফোঁটা থেকে। বোনকে দেয় বোন ফোঁটা বাড়তে থাকুক আয়ুটা। তোর কপালে দিলাম ফোঁটা সইলো ঘর ভরা সব বোনেরা জাগলো। বোনের কপালে বোনের ফোঁটা। বোনের ভালো বোনের ফোঁটা বাড়তে থাকুক তোর আয়ুটা। এমনি মন্ত্র ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: বৃহস্পতিবার ছিল ভাই ফোঁটা। কিন্তু যারা ভাই ফোঁটা দেন সেই বোনেরা বা বাদ যাবে কেন ফোঁটা থেকে। বোনকে দেয় বোন ফোঁটা বাড়তে থাকুক আয়ুটা। তোর কপালে দিলাম ফোঁটা সইলো ঘর ভরা সব বোনেরা জাগলো। বোনের কপালে বোনের ফোঁটা। বোনের ভালো বোনের ফোঁটা বাড়তে থাকুক তোর আয়ুটা। এমনি মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে পালন করা হল বোন ফোঁটা।
advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে ষ্টুডেন্টর্স হেলথ হোমে CWC ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একদল ছাত্র ও ছাত্রীরা দল বেঁধে ফি বছর বোনেদের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বোন ফোঁটার। সেই মত করোনা আবহ কাটিয়ে এই বছর বিধি মেনে এই ফোটার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।

আরও পড়ুন -  পারস্পরিক সম্পর্ক-পরকীয়া! প্রকাশ্যে নতুন বাংলা সিনেমা 'তৃতীয়'-র নাটকীয় মোচড়ে ভরা ট্রেলার

advertisement

ভাই ফোঁটা পাজি পঞ্জিকা দেখে করা হয়। কিন্তু পঞ্জিকায় কোন ব্রত বা নিয়ম নেই তাই মেয়েরা নিজেদের মঙ্গল কামনায় এর আয়োজনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ভাই ফোটার রীতি মেনে চন্দন, কাজল,শিশির সহ নানা উপকরন দিয়ে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টি মুখের আয়োজন। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি, মিষ্টি নিয়ে এসে এই আয়োজন সামিল হতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন ।

advertisement

আরও পড়ুন -  শ্রীকৃষ্ণ ও রাধিকা খেলতেন! কালীপুজোর পরেই আজও ‘এই’ খেলার আয়োজন হয় ভগবানগোলায় 

শপথ গ্রহণ করলেন বোন ও ভাইরা সকলেই। বোনেরা যাতে তাদের বিপদে পাশে পান ভাইদের, ভাইদের কোন বিপদে পাশ পান বোনদের এই বার্তা দেওয়া হয়। ৪৫জন ছাত্র ও ছাত্রীরা তারা ভাইফোঁটাতে অংশ গ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছে। ভাই ফোঁটার নিয়ম অনুযায়ী প্রতিপদে অনেকেই ফোঁটা সারেন তাই এই বোন ফোঁটার আয়োজন করা হল বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম্য!আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শুধু ভাইরা কেন! বোনেরা বাদ যাবে কেন ফোঁটা থেকে! তাই অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল