TRENDING:

Murshidabad News: এ এক আজব কাকাতুয়া! 'এই' খাবার ছাড়া তার দিনই চলে না! সে কী খায় জানলে হাসিতে পেট ফেটে যাবে

Last Updated:

প্রকৃতিপ্রেমীদের এবং পাখি পর্যবেক্ষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পাখিরালয়। বেঙ্গালুরু থেকে আনা হয়েছে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া। আবার আনা হয়েছে, হলুদ টিয়া পাখি থেকে বিভিন্ন প্রজাতির পাখি। আর সেই কাকাতুয়া রোজ পান করে চা। তার সঙ্গে থাকে বিস্কুট৷ আদর করে যার নাম রাখা হয়েছে গুড্ডু। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দি পুরসভার উদ্যোগে কয়েক বছর আগে তৈরি করা হয় কান্দি নারায়ণধার পার্ক। আর সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে মিনি পাখিরালয়। দৈনন্দিন বিকালে পার্কে আসা সাধারণ মানুষ ভিড় জমান পাখিরালয় দেখতে। আছে কাকাতুয়া থেকে হলুদ টিয়া সহ বিভিন্ন প্রজাতির পাখি।
advertisement

পাখি দেখতে ভালবাসেন? ইচ্ছে করে শীতের সকালে উঠে পাখির ছবি ক্যামেরাবন্দি করতে? কিন্তু ইট-কাঠ-কংক্রিটের শহরে সে সুযোগ কোথায়। সর্বত্রই ভরাট হচ্ছে জলাশয়, কাটা পড়ছে গাছ, বিপন্ন হচ্ছএ পাখিদের বসতি। সেই বিপন্নতার মধ্যেই শহরের পাখিদের অন্যতম ঠিকানা তৈরী হয়েছে কান্দি নারায়ণধার পার্কের মধ্যে অবস্থিত পাখিরালয়। কংক্রিটের ভিড়ের মাঝে এক টুকরো সবুজে পাখিদের নিরাপদ আশ্রয়।

advertisement

প্রকৃতিপ্রেমীদের এবং পাখি পর্যবেক্ষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পাখিরালয়। বেঙ্গালুরু থেকে আনা হয়েছে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া। আবার আনা হয়েছে, হলুদ টিয়া পাখি থেকে বিভিন্ন প্রজাতির পাখি। আর সেই কাকাতুয়া রোজ পান করে চা। তার সঙ্গে থাকে বিস্কুট৷ আদর করে যার নাম রাখা হয়েছে গুড্ডু।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটা বলুন তো…না, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাত নয়! এই নামটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না

advertisement

সবচেয়ে সুন্দর প্রজাতির পাখি দেখেতে আকর্ষনীয়। প্রাণীদের মধ্যে পাখি অন্যতম। আকাশ যেসব প্রাণীর বিচরণ তাদেরই আমরা পাখি হিসেবে চিনি। আবহাওয়া স্থান এবং জলবায়ুর ভেদে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায়। পাখিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিছু সবচেয়ে সুন্দর প্রজাতির পাখি আবার কিছু পাখি দেখতে তেমন আকর্ষণীয় নয়। কান্দি নারায়ণধার পার্কে অবস্থিত পাখিরালয়ের মধ্যে হলুদ পাখনা বিশিষ্ট কাকাতুয়া কে চা ও বিস্কুট খাওয়ানো হয়ে থাকে। নিজে হাতে খাই বিস্কুট। শুধু তাই নয় অবসরে সময় নিয়ে করে পেন নিয়েও খেলা।

advertisement

আরও পড়ুন: বাড়ির কোন দিকে জবা গাছ লাগানো সবচেয়ে শুভ জানেন?…মেলে অলৌকিক ফল! ১১ শুক্রবার এই কাজ করলে দুর্দান্ত লাভ

ছোট ছোট বাড়ির খুদেদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে এই পাখিরালয়। যা ইতি মধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের। দৈনন্দিন বিকালে কান্দি নারায়ণধার পার্কে পর্যটকরা এলেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখির। পাখিরালয় গেলেই মিলবে কিচির মিচির আওয়াজ, এক চিলতে নিরিবিলি সময় কাটাতে পাখিরালয় হয়ে উঠুক সকলের ডেসটিনেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এ এক আজব কাকাতুয়া! 'এই' খাবার ছাড়া তার দিনই চলে না! সে কী খায় জানলে হাসিতে পেট ফেটে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল