Hibiscus Vastu Tips: বাড়ির কোন দিকে জবা গাছ লাগানো সবচেয়ে শুভ জানেন?...মেলে অলৌকিক ফল! ১১ শুক্রবার এই কাজ করলে দুর্দান্ত লাভ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এতে দূর হয় আর্থিক সঙ্কট। আর সেই গাছ যদি লাল ফুলের হয়, তাহলে তো কথাই নেই৷ কিন্তু, জানতে হবে, বাড়ি বা ফ্ল্যাটের কোন দিকে রাখতে হবে সেই ফুল গাছ৷
বাস্তুশাস্ত্রে যেমন কোথায় কোন বস্তু রাখা রয়েছে, তার উপরে সংসারের সার্বিক পরিবেশ অনেকখানিই নির্ভর করে, ঠিক তেমনই বাড়ির পরিবেশের উপরে আশপাশের গাছপালা, উদ্ভিদেরও গুরুত্ব অনেক৷ বাস্তুশাস্ত্র মতে, আর্থিক বাধা দূর করতে বাড়িতে কিছু নির্দিষ্ট ধরনের ফুলের গাছ লাগানো যেতে পারে। এতে দূর হয় আর্থিক সঙ্কট। আর সেই গাছ যদি লাল ফুলের হয়, তাহলে তো কথাই নেই৷ কিন্তু, জানতে হবে, বাড়ি বা ফ্ল্যাটের কোন দিকে রাখতে হবে সেই ফুল গাছ৷
advertisement
জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন, লাল ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই রঙের ফুল সংসার থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়। কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হতে থাকেন এবং অনেক চেষ্টা করেও তাঁর আর্থিক অবস্থার উন্নতি না হয়, তাহলে তিনি তাঁর বাড়িতে অবশ্যই লাল জবা ফুলের গাছ লাগাতে পারেন। বাস্তু মতে, এতে তাঁর উপরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তাঁর পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে থাকবে৷
advertisement
advertisement
advertisement
বাস্তু মতে, বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। পূর্ব দিক হল সূর্যের অভিমুখ এবং জবা ফুলের লাল রং সূর্যের প্রতিনিধিত্ব করে। তাই এই দিকে জবা গাছ লাগালে আপনার সঙ্গে সৌরশক্তি সর্বদা থাকে। উত্তর দিক হল দেবতাদের দিক। সুতরাং, আপনি যদি এটিতে একটি লাল ফুলের চারাগাছ লাগালে স্বর্গীয় কৃপা পান সংশ্লিষ্ট ব্যক্তি।
advertisement
জবা গাছ বাড়িতে লাগালে বাবার সঙ্গে সম্পর্ক সবসময় ভাল থাকে। আপনার রাশিতে যদি সূর্যদোষ থাকে, তবে বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগালে উপকার পেতে পারেন। এতে অবশ্যই দোষ দূর হয়৷ আপনি যদি ফ্ল্যাটে থাকেন, তবে আপনি একটি পাত্রে জবাগাছ রোপণ করতে পারেন। এই গাছ বাড়ির বাতাস থেকে নেতিবাচক শক্তি দূর করে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে যদি কারও মঙ্গল দুর্বল হয় বা বিবাহে দেরি হয়, তবে ঘরেজবা ফুল গাছ রোপণ করা শুভ বলে মনে করা হয়।
advertisement