পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে নিজস্ব বাড়ির ভেতর মধুচক্রের আসর চালাচ্ছিলেন সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন রতনপুরের জুলহাস নামে এক ব্যক্তি। গ্রামীন এলাকার মধ্যে লোকচক্ষুকে এড়িয়ে চলতো এই কাজ। ওই বাড়ির ভেতর একটি বেসরকারি ব্যাঙ্ক আছে। মধুচক্রের খবর পৌঁছাতে ফিল্মি কায়দায় সেখানে হানা দেন সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। হাতেনাতে ধরা পরে আট যুবক যুবতী। গ্রেফতার করা হয় তাদের। কতদিন ধরে এই মধুচক্রের আসর চলছে এবং এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: মানুষ হয়ে গেল জন্তু! যাকে পাচ্ছে কামড়াচ্ছে যুবক! ১২ জন মানুষ কামড়ে জখম
এদিকে ওই বাড়িতে নিত্যদিন বহু মানুষের আনাগোনার মধ্যেও মধুচক্র কিভাবে চলতো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশেই রেললাইন, কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক ভবন। এত কিছুর পরেও পুলিশের চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছিলো মধুচক্রের আসর? উঠছে প্রশ্ন। যদিও পুলিশের দাবি, বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সামশেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয়েছে এলাকায়। ধৃত সকলকেই শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী।