TRENDING:

District Durga Puja 2022|| প্রতিমা নিরঞ্জনের মুহূর্তেই সাফ কাঠামো, পরিবেশ রক্ষায় তৎপর বহরমপুর পুরসভা

Last Updated:

Murshidabad Durga Puja 2022: প্রতিমা বিসর্জনের ফলে গঙ্গা দূষণ নিয়ে বিতর্ক অনেক দিনের। পুরসভা এই নিয়ে সম্প্রতি অনেক ব্যবস্থা নিলেও দূষণের মাত্রা কমেনি গঙ্গায়৷ তবে এবছর উদ্যোগ গ্রহণ করল বহরমপুর পুরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ প্রতিমা বিসর্জনের ফলে গঙ্গা দূষণ নিয়ে বিতর্ক অনেক দিনের৷ পুরসভা এই নিয়ে সম্প্রতি অনেক ব্যবস্থা নিলেও দূষণের মাত্রা কমেনি গঙ্গায়৷ তবে এ বছর উদ্যোগ গ্রহণ করল বহরমপুর পুরসভা। বহরমপুর পুরসভার পক্ষ থেকে দশমীর পর থেকেই একাদশীর দিনে গঙ্গার ঘাটে কাঠামো সরানো কাজ করা হল। দিনভর এই কাজ করলেন বহরমপুর পুরসভার অধীনে কর্মচারীরা। মন খারাপের শারদোৎসবের একাদশীতেও গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।
advertisement

এ দিনেও সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। একদিকে গঙ্গা দূষণ রোধের পর্যাপ্ত ব্যবস্থা, অন্যদিকে করোনা অতিমারি পরিস্থিতিতে বাড়তি সর্তকতা। ফলে দশমীতে কিছু সংখ্যক প্রতিমা নিরঞ্জনের পর আবার একাদশীতেও সকাল থেকে চলছে নিয়ম মেনে বিসর্জন পর্ব।

আরও পড়ুনঃ নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল

advertisement

আরও পড়ুনঃ দৈত্যের মতো ছুটে এল ট্রেন! ছিন্নভিন্ন ৩ কিশোর! একাদশীর রাতে উলুবেড়িয়ায় হাহাকার

View More

গঙ্গায় বিসর্জন দেওয়ার পর প্রতিমার কাঠামো যত তাড়াতাড়িই সরানো হোক না কেন৷ প্রতিমার রং বা শোলার গয়না জলের সঙ্গে মেশে৷ এ ছাড়া ফুল-মালা তো রয়েছেই ৷ লিটার লিটার রং, প্লাস্টার অফ প্যারিস ও টক্সিক সিন্থেটিক দ্রব্যও পড়ে থাকে গঙ্গায় ৷ এমনও অনেক সময় দেখা গিয়েছে যে বহরমপুরের গঙ্গা ঘাটের পাড়ে প্রতিমার কাঠামো সরিয়ে দেওয়া হলেও উল্টোদিকে ঘাটে ফুল-মালা জমে থাকতে৷ তাই গঙ্গা দূষণ রোধে সব জায়গাতেই সমানভাবে পুরসভাকে তৎপর হতে হবে বলে মত পরিবেশবিদদের৷

advertisement

পুরকর্মীরা কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে সমস্ত ঘাট পরিস্কার করে দেন। ইতিমধ্যেই বাড়ির এবং বেশ কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন হয়েছে বহরমপুর শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
District Durga Puja 2022|| প্রতিমা নিরঞ্জনের মুহূর্তেই সাফ কাঠামো, পরিবেশ রক্ষায় তৎপর বহরমপুর পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল