তুলি দিয়েই রবীন্দ্রনাথ ও গনেশ চিত্র অঙ্কন করেছেন, কোনও পেন্সিল ছাড়াই। আর তাতেই তাক লাগিয়ে দিয়ে ক্ষুদ্র ছবি অঙ্কন করে মিলল পুরস্কার কান্দির অর্পন প্রামাণিকের ঝুলিতে।জানা যায়, ২০০৭ -২০০৮-এ দুবছর ‘স্টেট চ্যাম্পিয়ন’ ছিলেন তিনি। এ ছাড়া কিছু সামাজিক কাজ, বিনা পারিশ্রমিকে ১০০টির বেশি আনকন্ডিশনাল টিচিং এই সমস্ত বিষয়ের ভিত্তিতেও পুরস্কৃত হয়েছেন কান্দির অর্পন প্রামাণিক। পুরস্কার হিসেবে সোনার অশোক স্তম্ভ খচিত ট্রফি , সোনার মেডেল, ল্যামিনেটেড সার্টিফিকেট পেয়েছেন অর্পন ।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দির তারামাতলা এলাকার নিবাসী অর্পন প্রামাণিক। তার নেশা অঙ্কন, সেই কারণেই চিত্র শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই অঙ্কন শিখেছেন তিনি। বর্তমানে যদিও ক্ষুদ্র ব্যবসায়ী। আর সেখান থেকেই তাদের চলে সংসার। স্বভাবতই এই পুরস্কারে খুশি অর্পনের পুরো পরিবার । বর্তমানে ছাত্র ছাত্রীদের কে আঁকা শিখিয়েও থাকেন অর্পন।
আরও পড়ুন: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু’জনের মৃত্যু
তাঁর কথায়, স্কুলে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক অঙ্কন শিক্ষা। মনের ক্যানভাস থেকে ফুটে উঠুক নিজস্ব ভাব চিন্তাধারা। জানা গিয়েছে, ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার পক্ষ থেকে ঘোষনা আগেই করা হয়েছিল । সেই মতোই মিলেছে পুরস্কার। এত বড় সম্মান পেয়ে আবেগে আপ্লুত অর্পন। ‘‘যখন সংস্থার পক্ষ থেকে মেল পেলাম চোখে জল চলে এসেছিল। আমি যে নির্বাচিত হব স্বপ্নেও ভাবিনি । আজ আমি পুরস্কারটা হাতে পেলাম। এই পুরস্কার আমার আরও অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিল । এই পুরস্কার শুধু একা আমার নয়, আমার ছাত্র ও ছাত্রী-সহ সকলের।’’
কৌশিক অধিকারী