Murshidabad News: সীমান্তে এবার আরও কড়া পুলিশ! টলটলিতে তৈরি হল নতুন পুলিশ ক্যাম্প, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য দমনে তৎপর প্রশাসন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এবার আরও কড়া পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত টলটলিতে করা হল নতুন পুলিশ ক্যাম্প। সীমান্ত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল পুলিশের পরিষেবা।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এবার আরও কড়া পুলিশ। জেলা পুলিশ সুপার কুমার সানী রাজের নির্দেশে জলঙ্গি থানার ওসি দীপক হালদারের উদ্যোগে টলটলিতে এবার পুলিশ ক্যাম্প। এখন থেকে থানায় মাঝে আর দূরত্ব নয়। মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল পুলিশের পরিষেবা।
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। আর টলটলি গ্রাম সীমান্ত ঘেষা। কিন্তু কোনও কিছু সমস্যা হলে ছুটে যেতে হত জলঙ্গিতে। এছাড়াও সীমান্ত এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তাই জেলা পুলিশ উদ্যোগ গ্রহণ করে এবার সীমান্তে করে দিল পুলিশ ক্যাম্প।
আরও পড়ুনঃ রোগ নিয়ে আর হয়রানি নয়! দুয়ারে পৌঁছবে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার আইপিএস কুমার সানি রাজ। এছাড়াও ছিলেন ডোমকল এসডিপিও আইপিএস শুভম বাজাজ। জলঙ্গি থানার ওসি দীপক হালদার, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চার মাস আগেই বার্ষিক ‘টার্গেট’ পূরণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫০০ কোটির ঋণ প্রদান, খুশির হাওয়া মেদিনীপুরে
উদ্বোধনের পাশাপাশি ছিল সমাজসেবার ছোঁয়া। এলাকার যুবকদের তুলে দেওয়া হল বিভিন্ন খেলার সামগ্রী। ছোট শিশুদের মধ্যে বিতরণ করা হল স্কুল ব্যাগ এবং গ্রামের অসহায় মানুষদের দেওয়া হল কম্বল। এলাকায় এখন শুধু নিরাপত্তাই নয়, দায়িত্ব ও মানবিকতার নতুন দৃষ্টান্ত গড়ল জলঙ্গি থানা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পুলিশ সুপার আইপিএস কুমার সানি রাজ জানালেন, “এলাকার মানুষের দ্রুত পরিষেবার স্বার্থেই এই নতুন পুলিশ ক্যাম্প। এছাড়াও লাগাতার মুর্শিদাবাদ পুলিশ জেলাতে বোমার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত ২০৫০টি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 29, 2025 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সীমান্তে এবার আরও কড়া পুলিশ! টলটলিতে তৈরি হল নতুন পুলিশ ক্যাম্প, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য দমনে তৎপর প্রশাসন







