TRENDING:

Murshidabad News: মোবাইল ছেড়ে মাঠমুখী হবে যুবকরা! অভিনব উদ্যোগ মুর্শিদাবাদে

Last Updated:

বর্তমানে মোবাইল স্মার্ট ফোনের যুগে ভুলতে বসেছেন অনেকেই মাঠ ।আর তাই যুব সমাজ কে মাঠ মুখী করে তুলতে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল খড়গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ বর্তমানে মোবাইল স্মার্ট ফোনের যুগে অনেকেই ভুলতে বসেছেন মাঠ । আর তাই যুব সমাজ কে মাঠ মুখী করে তুলতে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল খড়গ্রামে। খড়গ্রাম ব্লকের নগরে নৈশকালীন একদিনের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হল। একদিনের নৈশকালীন ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই দল।
advertisement

বর্তমানে বিদায় নিয়েছে শীত ৷  শীতের বিদায় লগ্নে শেষ মুহূর্তে একদিনের নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন । বর্তমানে খেলার প্রতি আরও আগ্রহ তৈরি করে গ্রামীণ এলাকায় ভলিবল খেলার প্রতি আকর্ষণ বৃদ্ধিই  অন্যতম প্রধান লক্ষ্য ছিল আয়োজকদের।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

advertisement

নগর রাজেন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব পক্ষ থেকে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, খলিফুল মাসুদ ওরফে পাপন, তাঁর স্মৃতির উদ্দেশ্যেই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা অনুষ্ঠিত হয় সর্বনগর ও পুরন্দরপুর মধ্যে। এই খেলায় সর্ব নগর জয়ী হয়। তাদের হাতে পুরস্কার ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেওয়া হয় রার্নাস দল পুরন্দরপুরের হাতেও।

advertisement

আরও পড়ুন: রাজকীয় আতিথেয়তায় ইতিহাসকে ফিরে দেখা! মুর্শিদাবাদে শুরু হেরিটেজ ফেস্ট

দর্শকদের মধ্যে এই ভলিভল খেলা কে ঘিরে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার ট্রফি তুলে দেওয়া হয়। আগামী দিনে শুধুই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের ভূমিকায় নয়, মানবিক সম্পর্ক রক্ষার জন্য এই আয়োজন করে থাকবে এই ক্লাব বলে জানান ক্লাব উদ্যোক্তারা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মোবাইল ছেড়ে মাঠমুখী হবে যুবকরা! অভিনব উদ্যোগ মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল