অধীর চৌধুরী বলেন, চার বছর ধরে এই রাস্তা পড়ে আছে মুর্শিদাবাদ জেলার এই সড়ক একটি লাইফ লাইন সারা বর্ধমানের সাথে শুধু মুর্শিদাবাদ জেলা নয় মুর্শিদাবাদ হয়ে একটি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ একটি লাইফলাইন কিন্তু আজকে এই লাইফ লাইন চলাচলের অযোগ্য। এই রাস্তা জীবন রেখা, চলাচলের আজকে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ এই রাজ্য সড়ক সংস্কারের জন্য বিশেষ অর্থ বরাদ্দ হয় না।
advertisement
আরও পড়ুনঃ ভরতপুরে ২৩টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি উদ্ধার! গ্রেফতার দুই
তবে রাজ্যে মেলা চলে, খেলা চলে দুর্গা পুজো অনুষ্ঠান চলে। কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু কয়েক কোটি টাকা যদি খরচ করে দেয় তাহলে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ, কৃষক সাধারণ মানুষ সকলেই অনেক উপকার হবে। এই উপলব্ধি এই সরকারের নেই। এই রাস্তা দিয়ে বিরাট অংশের মানুষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার জন্য যাতায়াত করেন। আমরা তাই দাবি করছি এই রাস্তা সংস্কার করতে হবে।
আরও পড়ুনঃ পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যা, কিছুই মেলে না এই ওয়ার্ডের বাসিন্দাদের!
এই রাজ্য সড়ক সংস্করণ না হলে আগামী দিনে পথ অবরোধ করা হবে। রাস্তা অবিলম্বে সংস্করণ করতে হবে। এই সরকার কোথায় টাকা খরচ করতে হবে সেটা জানে না যাদেরকে ঠিকাদারি দেওয়া হয় তারা প্রথমেই চুরি করে ভাগ ঘরে ঢুকিয়ে নেওয়া হয় তারপরে যেটা বাঁচে সেটা দিয়ে কাজ হয়। সেই কাজের আয়ু কতদিন হবে সেটা সবাই জানে।
Koushik Adhikary