আরও পড়ুন: অনুব্রত কন্যা তাঁর বান্ধবী! তিহার সংশোধনাগারে দেখা করে দারুণ মন খারাপ সুতপার
কান্দির ছাতিনাকান্দির বাবুপাড়ার যুধিষ্ঠির দাসের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় এক এজেন্টের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, তাঁকে বর্ধমানের পাঁউরুটি কারখানায় কাজ দেওয়ার নাম করে বিহারে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহের সোমবার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন যুধিষ্ঠির। বুধবার তাঁর সঙ্গে শেষ ফোনে কথা হয় পরিবারের। তারপর থেকেই আর সন্ধান নেই। পাঁচ দিনের বেশি সময় কেটে গেলেও ছেলের খোঁজ না পাওয়া ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
গোটা ঘটনায় যুধিষ্ঠির দাসের পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও রীতিমতো উদ্বিগ্ন। সকলেরই একটাই প্রার্থনা আর বাইরে কাজ করতে হবে না, ভালোয় ভালোয় ছেলে ঘরে ফিরে আসুক। এদিকে কান্দি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে যুধিষ্ঠির দাসের পরিবার।
কৌশিক অধিকারী