জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে জমিতে জল দেওয়া হচ্ছিল। আর সেই জল দেওয়াকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের মধ্যে বচসা বাঁধে। এরপরেই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, মামা ভাগ্নের বচসার জেরে ভাগ্নের পক্ষের সাত আট জন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ও রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মেতে ওঠেন এই গ্রামের মানুষ!
এই ঘটনার জেরে গুরুতর আহত হয় আরও দুইজন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। অন্যদিকে সোমবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Koushik Adhikary