তার কয়েক ঘন্টার ফারাকে ঘটে গেল ফের বিপত্তি। দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের ৬ জন সদস্য টোটো করে হাসপাতালে আসছিল, সকলেই ভরতপুরের আঙ্গারপুরের বাসিন্দা সকলেই। এক মোটর বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোতে। ঘটনার জেরে পরিবারে আহত দু'জন এবং মৃত ১ পরিজনকে দেখতে আসার পথেই কান্দির পশু হাসপাতালের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত হয় মোট চার জন। মোটর বাইকে ছিল দুইজন ও টোটোতে ছিল ছয় জন যাত্রী। তার মধ্যে চারজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এবং বাইকের পেছনে বসে থাকা বিষ্ণু ঘোষ নামক ব্যক্তিও জখম হন।
advertisement
টোটোতে থাকা আহতরা জানান, মদ্যপ অবস্থায় বাইক চালক সোজাসুজি এসে ধাক্কা মারে। টোটোর কাঁচ ভেঙে যায়। তাতে তাদের মধ্যে তিনজন জখম হয়। তারা সকলেই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে মর্মান্তিক এই পথ দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়েই ।
কৌশিক অধিকারী






