TRENDING:

Murshidabad News: জেলার বিভিন্ন থানার উদ্যোগে গণ ভাই ফোঁটার আয়োজন

Last Updated:

দীপাবলি যেতে না যেতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার ধুম। গোটা দেশ জুড়ে সমস্ত বোনেরা তাদের ভাইদের দেবেন ফোঁটা। ভাইদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরা এই দিন ভাইদের ফোঁটা দেন। এই রীতিই চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ দীপাবলি যেতে না যেতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার ধুম। গোটা দেশ জুড়ে সমস্ত বোনেরা তাদের ভাইদের দেবেন ফোঁটা। ভাইদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরা এই দিন ভাইদের ফোঁটা দেন। এই রীতিই চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানায় গন ভাই ফোঁটার আয়োজন করা হল বৃহস্পতিবার। ভাইফোঁটার দিনে বৃহস্পতিবার সকালে সকল বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেন।
advertisement

তবে বেশ কিছু ভাই বোনেরা তাদের নিজের কর্তব্যের কারণে এর কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার সৌভাগ্য হয় না। বিশেষ করে পুলিশ আধিকারিকদের উৎসব পার্বনে ছুটি না থাকার কারণে তারা যেতে পারে না নিজেদের আপনজনের কাছে। ফলে ভাই ফোঁটা নেওয়ার সৌভাগ্য তাদের হয় না। সেই কারণেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা নিল উদ্যোগ। জানা গিয়েছে, অনেকেরই নিজস্ব ভাই-বোন নেই। আবার কর্তব্য পালনের জন্যে অনেকেই বাড়ি যেতে পারেন না।

advertisement

আরও পড়ুনঃ কালীপুজোর নিরঞ্জনে আতশবাজী প্রদর্শনী! কান্দিতে উপচে পড়া ভিড়

তাই ভাইফোঁটা উৎসব যাতে তাঁদের কাছে ম্লান না হয় তাই থানার সব পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ভাইফোঁটার আয়োজন হল থানায়। হরিহরপাড়া থানার উদ্যোগে মহিলা পুলিশ কর্মী, কনস্টেবল থেকে সিভিক ভলান্টিয়ারেরা ভাইফোঁটা দিলেন অন্য পুলিশ দাদা, ভাইদের। বৃহস্পতিবার সকালে সবাইকে নিয়ে ভাইফোঁটার আয়োজন করেছিল হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাই ফোঁটা স্পেশাল, দশ কেজি ওজনের ছানাবড়া! জেলায় হৈ হৈ কাণ্ড

পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভাই-দাদাদের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন বোন-দিদিরা। এদিন পুলিশের পক্ষ থেকে বোনেদের একটি করে গিফট তুলে দিয়েছেন তাঁদের। সব মিলিয়ে সকলেই অন্যভাবে উপভোগ করেছেন ভাইফোঁটা। হরিহরপাড়ার পাশাপাশি রানীনগর থানায় আয়োজন করা হয়েছিল গন ভাই ফোঁটার। তবে পুলিশের উদ্যোগে এই গন ভাই ফোঁটার আয়োজনে খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জেলার বিভিন্ন থানার উদ্যোগে গণ ভাই ফোঁটার আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল