TRENDING:

Murshidabad News: ফারাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি নিয়ে বৈঠক দু-জেলার প্রশাসনিক কর্তাদের

Last Updated:

মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি কাজ শুরু হওয়ার আগে জঙ্গিপুর পুলিশ জেলা ও মালদা জেলার প্রশাসনিক কর্মীদের নিয়ে প্রশাসনিক বৈঠক করল ফরাক্কার ব্লক প্রশাসন। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাভবনে এই প্রশাসনিক বৈঠক করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি কাজ শুরু হওয়ার আগে জঙ্গিপুর পুলিশ জেলা ও মালদা জেলার প্রশাসনিক কর্মীদের নিয়ে প্রশাসনিক বৈঠক করল ফরাক্কার ব্লক প্রশাসন। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাভবনে এই প্রশাসনিক বৈঠক করা হয়। মূলত, ফরাক্কা ব্যারেজের রাস্তা মেরামতির কাজের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও জরুরি পরিষেবা গাড়ি যাতে কোনো ভাবে অসুবিধা না পড়তে হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে জানা যায়।
advertisement

তার পাশাপাশি, কাজ চলার সময় কেনো সমস্যা না হয় সেই বিষয়ে তৎপর থাকবে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন, এবিষয়ে প্রশাসনিক বৈঠক করা হয় শুক্রবার। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানান, ফরাক্কা ব্যারেজের রাস্তার কাজ এক লাইন আংশিক বন্ধ করে করা হবে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। এইদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কার SDPO ওসীম খান, ফরাক্কা থানার IC দেবব্রত চক্রবর্তী, জঙ্গিপুর ট্রাফিক DSP শুভদীপ ঘোষ, মালদার প্রশাসনিক কর্মী সহ একাধিক জন।

advertisement

আরও পড়ুনঃ ভয়াবহ পথ দুর্ঘটনায় মেলা থেকে বাড়ি ফেরার পথে মৃত দুই

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ফরাক্কা ব্যারেজের ৩৪ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘ আড়াই কিলোমিটার এই রাস্তা। আগামী প্রায় দুই মাস কাজ করার জন্য, সড়ক পথের একটি লাইন বন্ধ থাকবে। এবং আরেকটি লাইন খোলা থাকবে বলে জানা যায় ফরাক্কা ব্যারেজ সুত্রে। প্রায় চার বছর আগে এই রাস্তার কাজ নতুন ভাবে তৈরি করা হয়েছিল। তারপর থেকে রক্ষনা বেক্ষনের ঠিক মত না হওয়ার কারনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর অবশেষে কাজ শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ জেলার সমস্ত ব্লকে শুরু হল 'চলো গ্রামে যাই' কর্মসূচি

তবে এই রাস্তা আবার মেরামতি হওয়ার খুশি হলেও কিন্তু তাদের ব্যবসা-বাণিজ্যের অনেকটাই ক্ষতির মুখে পরতে পারে বলে জানান লরি মালিকরা। কারণ, কাজের জন্য একদিকে রাস্তা খোলা থাকবে আর একদিকের রাস্তা বন্ধ থাকলে যানজট প্রায় লেগেই থাকবে। এর ফলে উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গে যেতে সময় আনেকটায় লেগে যাবে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফারাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি নিয়ে বৈঠক দু-জেলার প্রশাসনিক কর্তাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল