বর্ণাঢ্য অনুষ্ঠানে মধ্যে দিয়েই এই শিবরাত্রি উপলক্ষ্যে শিবলিঙ্গ ও শিবের মূর্তির উদ্বোধন করা হয়। পাশাপাশি করা হল মহা মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ ।
আরও পড়ুন - Maha Shivratri Favorite Zodiacs: মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী শিবের পুজো করুন, তিন প্রহরেই মালামাল হবেন
হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই শিবরাত্রির দিনেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন - Murshidabad News: রোজগার স্বল্প, তবুও নিজেদের জানা বাঁশ-বেতের কাজে ভর দিয়ে স্বনির্ভর ‘এই’ গ্রাম
শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তরা উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে শিবের পুজো করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করে। মহা শিবরাত্রিকে শিবের সর্বশ্রেষ্ঠ রাত্রি’ নামেও পরিচিত। এই শুভ দিনে, ভক্তরা ভগবান শিবের উপাসনা করে এবং একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং মধ্যরাতে পুজো পালন করা হয়। ভক্তরাও মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং তাঁর আশীর্বাদ চান। আর সেই পুণ্যের কথা মাথায় রেখেই মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি নাচপুকুর ধারে শিবলিঙ্গ ও শিবের মুর্তির প্রতিষ্ঠা করা হল ।
কৌশিক অধিকারী