জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত কান্তনগর গ্রামের সন্তান দীপঙ্কর মন্ডল। পরিবারের স্বচ্ছতার জন্য টোটো চালিয়ে সংসার চালান তিনি। তার টোটো থাকার কারণে রবিবার ডাকা হয় রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায়। কুমড়ো নিয়ে যাওয়া হবে সেইজন্য টোটো ভাড়া করা হয়।
সেই মতো রঘুনাথগঞ্জে এসে উপস্থিত হন দীপঙ্কর। রবিবার ভোরেই টোটো নিয়ে বাড়ি থেকে রওনা দেয় ওই ছাত্র। কিন্তু তারপরে থেকে আর বাড়ি ফিরে আসেনি দিপঙ্কর। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যেই ছিল। দীর্ঘ দুই দিন ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে বুধবার সাত সকালে রঘুনাথগঞ্জের আলের ওপরের মাঠে ক্ষতবিক্ষত পচাগলা অবস্থায় দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: গঙ্গায় স্নান করতে নেমেই সর্বনাশ! দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়
তিনদিন ধরে নিখোঁজ থাকার পরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে টোটো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই খুনের ঘটনার সঙ্গে কারা যুক্ত এবং কি কারণে খুন করা হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কৌশিক অধিকারী