স্কুল সূত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ছোট থেকেই মুক ও বধীর ছিল ছাত্রী তাজকুরা খাতুন। তবে পরিবারে দরিদ্রতা থাকলেও তা হার মানেনি ছাত্রী। ছোট থেকেই স্কুলে পড়াশোনা করত। আর সেই পড়াশোনা করে মাধ্যমিকে বসেছেন ছাত্রী।
আরও পড়ুন: ভারত থেকে ট্রেনে চেপেই বিদেশে, জানেন এই ৩ ট্রেনের কথা? নাম জানলে চমকে উঠবেন
advertisement
এদিন দিঘড়ি হাইস্কুল থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুলের সেন্টারে পরীক্ষা দিতে এসেছিলেন ছাত্রী তাজকুরা খাতুন। মুখে কথা বলতে না পারলেও লিখালিখি করেই পড়াশুনা করে নবম শ্রেণী ডিঙিয়ে মাধ্যমিকে বসেছে ওই ছাত্রী। মেধাবী মুক ও বধীর ছাত্রীর পরীক্ষাকে ঘিরে রীতিমতো উৎসাহ লক্ষ করা যায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।
আরও পড়ুন: সামনেই পঞ্চায়েত ভোট, শনিবার 'বড়দিন'! হতে পারে বিরাট সিদ্ধান্ত
তবে তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। শারিরীক যে কোন প্রতিবন্ধকতা যে কোন কিছুই পিছনে ফেলতে পারে না, তা নজীর সৃষ্টি করেছে সামশেরগঞ্জের তাজকুরা খাতুন। তবে মুখে কথা না বলতে পারলেও সুষ্ঠ ভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু করেছে ঐ মেধাবী ছাত্রী।
------কৌশিক অধিকারী