এর মধ্যে কয়েক দিন আগে কংগ্রেসের একজন তৃণমূলে যোগদান করে। এদিন বোর্ড গঠনে তৃণমূলকে হারাতে জোট বাঁধে বাম কংগ্রেস ও বিজেপি। প্রধান হয় আরএসপির রেশমা খাতুন এবং উপপ্রধান হয় বিজেপির আশিষ দাস । বোর্ড গঠনের পরেই উচ্ছ্বসিত বাম কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার সুতির হারুয়া গ্রাম পঞ্চায়েত বামফ্রন্ট কংগ্রেস বিজেপি জোটের দখলে। প্রধান কংগ্রেসের রাখি রবিদাস ও উপপ্রধান হন বিজেপির জবা রানী মন্ডল।
advertisement
আরও পড়ুন- ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন-ভয়াবহ বৃষ্টিতে নষ্ট কোটি টাকার গাড়ি, বিরাট ‘সর্বনাশ’ হল সানি লিওনের! কান্নায় ভেঙে পড়লেন নায়িকা
শুক্রবার জোটের কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। হারুয়া গ্রাম পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে তৃণমূল পায় ১২ টি আসন, কংগ্রেস ৮ আসন, বামফ্রন্ট ৪ টি ও বিজেপি ২টি আসন। শেষমেষ বামফ্রন্ট বিজেপি কংগ্রেসের জোটে ১৪ টি সদস্যর সমর্থনে প্রধান হয় কংগ্রেসের রাখি রবিদাস ও উপপ্রধান বিজেপির জবা রানী মন্ডল। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই দিন হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন সম্পন্ন হল।
কৌশিক অধিকারী