মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষী ভান্ডার চালুহাওয়াই উৎসাহিত গ্রামের মহিলারা ।সেই লক্ষী ভান্ডারের টাকায় নিয়ে আজকে তারা লক্ষ্মী পূজার আয়োজন করেছে । জানা গিয়েছে, প্রায় ৬০বছরের পুরনোই এই লক্ষী পুজো। প্রত্যেকবছর গ্রামের পুরুষরা এই পুজো আয়োজন করে। কিন্তু এবার লক্ষীর ভান্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে লক্ষী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে কিছু কিছু করে জমিয়ে রেখে আজকে মহিলারা এই পুজো কমিটির দায়িত্ব নিয়েছেন। মহিলা কমিটির একটাই দাবি তারা যেন প্রশাসনিক সহযোগিতা একটু পান ।
advertisement
আরও পড়ুন - Indian Railways: ঘন কুয়াশার কারণে ট্রেন লেট প্রতি বছর, সমস্যায় যাত্রীরা
আরও পড়ুন - সৈকতে আছড়ে পড়েছে পুণ্যার্থীদের ভিড়, গঙ্গাসাগর যেন জন সমুদ্র
বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো পৌষ মাসে লক্ষ্মী পুজো মেতে ওঠেন গ্রাম বাংলার মহিলারা। মুলত পৌষ পার্বনের লক্ষী পুজো উপলক্ষে মেতে উঠতে দেখা যায় গ্রাম বাংলার মহিলাদের। আশ্বিন-কার্তিকে কোজাগরী ও দীপান্বিতা লক্ষ্মী পুজার পরই বিশেষ করে কৃষি-নির্ভর পল্লিবাংলার ঘরে হয় পৌষ লক্ষীর আরাধনা। পৌষ লক্ষ্মীর এই পুজা হয় সরায় আঁকা পটে যাকে এখানে বলা হয় লক্ষ্মী-সরা। নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজা হয় দেবী পৌষ লক্ষীর। শুধু তাই নয়, পৌষপার্বণ পিঠেপুলির অনুষ্ঠান।
Kaushik Adhikary