মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দিতে রামেন্দ্রসুন্দর অডিটোরিয়ামে "প্রকল্প কথা আমার বাড়ি স্বপ্নের দিশারী আমার বাড়ি প্রকল্পে" আওতাভুক্ত উপভোক্তাদের কাছে তথ্য সম্প্রচার ও তাদের গুরুত্বপূর্ণ মতামত নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত হাউস ফর অল প্রকল্পের উপভোক্তাদের নিয়ে এদিনের এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন কান্দি পৌরসভার ৩,৫, ১১ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডের হাউস ফর অল প্রকল্পের উপভোক্তাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ প্রকল্পের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালে বেড কম! লাইগেশনের পর রোগীদের স্থান বাইরে!
কান্দি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভা এলাকায় মুলত আবাস যোজনা হল HFA । অর্থাৎ হাউস ফর অল। ২০১৫ সাল থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভার পাশাপাশি কান্দি পৌরসভাতেও এই প্রকল্পের কাজ শুরু হয়। ইতি মধ্যেই চতুর্থ দফা পর্যন্ত ঘর সম্পন্ন হয়েছে। একটি 'ডি' ক্যাটাগরি পৌরসভাতে ৪,৪৪২ টি ঘর সম্পন্ন হয়েছে। পঞ্চম দফায় ১৭৭৬ ঘরের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না বিতর্ক! আবাস যোজনা নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের
যার মধ্যে ২৫ হাজার টাকা দিতে হবে প্রাপকদের। বাকি টাকা দেবে সরকার। চারশো স্কোয়ার ফুটের মধ্যে ঘর সম্পন্ন করতে পারেন উপভোক্তারা বলে জানানো হয়েছে। তবে এই ভাবে সাধারণ মানুষ কে সচেতনতা বার্তা দিয়ে সজাগ করার উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পৌর নাগরিকরা। পাশাপাশি, কাওকে কোন রকম টাকা না দেওয়ার বার্তা দেওয়া হয় মঞ্চ থেকেই।
Koushik Adhikary