কান্দি পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার ওই দোকানটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দোকানটি শীল করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় অবৈধ মদ বিক্রির জন্য তারা অতিষ্ট হয়েছিল পৌরসভার পক্ষ থেকে মদের দোকান সিল করায় এতদিনে সস্তি মিলবে। অন্যদিকে, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমি অভিযান চালিয়েছিলাম এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সত্যতা যাচাই করে আমি দোকানটির সীল করেছি।
advertisement
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
এবং পরিত্যক্ত ঘোষণা করেছি, অবৈধ ওই মদ কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ আইনি ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগে বেশ খুশি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে এই রমরমিয়ে চলছিল বেআইনি ভাবে মদ বিক্রি। যার ফলে এলাকায় অশান্তি বৃদ্ধি হচ্ছিল। ফলে পৌরসভার এই অভিযান চালিয়ে বেশ খুশি প্রকাশ করেছেন।
Koushik Adhikary