TRENDING:

রেজাল্ট রিভিউ করেই বাজিমাত! ষষ্ঠ র‍্যাঙ্ক পেলেন কান্দি জেমোর ছাত্রী সুদেষ্ণা ঘোষ

Last Updated:

Murshidabad News: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে আগেই।কিন্তু সেই রেজাল্টে খুশি ছিল না সুদেষ্ণা। অবশেষে রিভিউ করে। রিভিউ-এ নম্বর বৃদ্ধি পাওয়ায়  উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করল কান্দির ছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে আগেই।কিন্তু সেই রেজাল্টে খুশি ছিল না সুদেষ্ণা। অবশেষে রিভিউ করে। রিভিউ-এ নম্বর বৃদ্ধি পাওয়ায় উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করল মুর্শিদাবাদ জেলার কান্দি জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সুদেষ্ণা ঘোষ। তার এই রিভিউ রেজাল্টে রাজ্যে যুগ্ম ভাবে ষষ্ঠ ও মুর্শিদাবাদ জেলাতে যুগ্ম ভাবে প্রথম হল এই ছাত্রী ।
advertisement

আরও পড়ুন North 24 Parganas News: ডিজে গান বাজিয়ে ১১৯ বছরের 'দাদু'কে শেষ বিদায় জানাল গোটা গ্রাম

রেজাল্ট জানতেই খুশি পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত গুনানন্দবাটি গ্রামের বাসিন্দা সুদেষ্ণা ঘোষ। ছোট থেকেই সে মেধাবী ছাত্রী। ২০২২সালের উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল ৪৮৭। কিন্তু এই রেজাল্টে সে খুশি ছিল না। অবশেষে রিভিউ করতে দেয়। রিভিউ করতেই ফিলোজফিতে ৬নম্বর বৃদ্ধি হয়। আর তাতেই বাজিমাত । রাজ্যে যুগ্ম ভাবে ষষ্ঠ স্থান অধিকার করে। তার সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। সকাল থেকে মিষ্টি খাইয়ে ও পুস্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন শাড়ি পরে অন্য মহিলাদের কাঁধে উঠলেন বৃদ্ধা, এক ধাক্কায় মাথা দিয়ে ফাটিয়ে দিলেন হাঁড়ি! ভাইরাল ভিডিও

আগামী দিনে ইংরেজি অর্নাস নিয়ে পড়াশোনা করে WBCS আধিকারিক হতে চায় সুদেষ্ণা ঘোষ। সুদেষ্ণার বাবা সংবাদ মাধ্যমের কাছে জানান, আমরা খুব খুশি। আমরা জানতে পেরেছি তার ৬নম্বর বৃদ্ধি হয়েছে, ফলে রাজ্যে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে সুদেষ্ণা। এই সাফল্যে তার শিক্ষক থেকে স্কুল সকলেই খুশি। মেধাবী ছাত্রী সুদেষ্ণা ঘোষ জানিয়েছে, প্রথমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাতে অখুশি ছিলাম। সেই কারণেই রিভিউ করতে বাধ্য হই। রিভিউ করতেই ৬নম্বর বৃদ্ধি হয়েছে ।এদিকে তার সাফল্যে বাড়ি গিয়ে সম্বর্ধনা জানান ভরতপুর থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
রেজাল্ট রিভিউ করেই বাজিমাত! ষষ্ঠ র‍্যাঙ্ক পেলেন কান্দি জেমোর ছাত্রী সুদেষ্ণা ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল