আরও পড়ুন North 24 Parganas News: ডিজে গান বাজিয়ে ১১৯ বছরের 'দাদু'কে শেষ বিদায় জানাল গোটা গ্রাম
রেজাল্ট জানতেই খুশি পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত গুনানন্দবাটি গ্রামের বাসিন্দা সুদেষ্ণা ঘোষ। ছোট থেকেই সে মেধাবী ছাত্রী। ২০২২সালের উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল ৪৮৭। কিন্তু এই রেজাল্টে সে খুশি ছিল না। অবশেষে রিভিউ করতে দেয়। রিভিউ করতেই ফিলোজফিতে ৬নম্বর বৃদ্ধি হয়। আর তাতেই বাজিমাত । রাজ্যে যুগ্ম ভাবে ষষ্ঠ স্থান অধিকার করে। তার সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। সকাল থেকে মিষ্টি খাইয়ে ও পুস্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে।
advertisement
আগামী দিনে ইংরেজি অর্নাস নিয়ে পড়াশোনা করে WBCS আধিকারিক হতে চায় সুদেষ্ণা ঘোষ। সুদেষ্ণার বাবা সংবাদ মাধ্যমের কাছে জানান, আমরা খুব খুশি। আমরা জানতে পেরেছি তার ৬নম্বর বৃদ্ধি হয়েছে, ফলে রাজ্যে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে সুদেষ্ণা। এই সাফল্যে তার শিক্ষক থেকে স্কুল সকলেই খুশি। মেধাবী ছাত্রী সুদেষ্ণা ঘোষ জানিয়েছে, প্রথমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাতে অখুশি ছিলাম। সেই কারণেই রিভিউ করতে বাধ্য হই। রিভিউ করতেই ৬নম্বর বৃদ্ধি হয়েছে ।এদিকে তার সাফল্যে বাড়ি গিয়ে সম্বর্ধনা জানান ভরতপুর থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
কৌশিক অধিকারী