শাড়ি পরে অন্য মহিলাদের কাঁধে উঠলেন বৃদ্ধা, এক ধাক্কায় মাথা দিয়ে ফাটিয়ে দিলেন হাঁড়ি! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বৃদ্ধার এমন ফিটনেস দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ!

#মুম্বই:  সম্প্রতি জন্মাষ্টমীর উৎসব উদযাপিত হল সারা দেশ জুড়ে৷ শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে মহারাষ্ট্রের দহি-হান্ডি উৎসব সবচেয়ে বিখ্যাত। একটি উচু জায়গায় একটি হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়৷ তারপর ভাঙা হয় সেই হাঁড়ি৷ একের পর এক মানুষের পিঠে উঠে কোনও এক ব্যক্তি ভাঙেন সেই হাঁড়ি৷ আস্ত একটা নারকেল দিয়ে ভাঙা হয় হাঁড়িটা৷ এই নিয়ম চলে আসছে বছরের পর বছর৷ যাকে স্থানীয়ভাবে মটকি ভাঙা বলা৷ এবার মুম্বইয়ে দেখা মিলল এক বৃদ্ধার, যিনি সকলের পিঠে উঠে হাঁড়ি ভেঙে তাক লাগিয়ে দিলেন৷ যে বয়সে সাধারণত হাঁটু ব্যথা বা ক্লান্তিতে জর্জরিত শরীরের কথা শোনা যায় বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে, সেই সময় এতটা উঁচুতে উঠে তাক লাগিয়ে দিলেন এই 'দিদা'!
সাধারণত, এই কাজের জন্য এমন একজন যুবক থাকেন যার ওজন কম এবং যারা চটপট করে কাজ করতে পারেন৷ নিচে পড়ে গেলেও নিজেকে সামলে নিতে পারেন, এমন ব্যক্তিকেই উপরে উঠতে দেওয়া হয়৷ যাতে পড়ে গেলেও নিজেকে বাঁচাতে নিতে পারেন। কিন্তু যে ভিডিওটি নিয়ে আলোচনায় হচ্ছে, সেখানে একজন বৃদ্ধা মহিলাকে দেখা গিয়েছে এমন ভূমিকায়৷ সম্ভবত আপনি এমন দৃশ্য আগে কখনও দেখেননি। আইপিএস অফিসার দীপাংশু কাবরা প্রায়ই তার ট্যুইটারে আকর্ষণীয় পোস্ট শেয়ার করেন। তিনি একটি বৃদ্ধার উপরে উঠে হাঁড়ি ফাঁটানোর ভিডিও পোস্ট শেয়ার করেছেন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে দহি-হান্ডি উৎসব। শত শত লোক জমা হয়েছে এবং মাঝখানে একটি মানব পিরামিড রয়েছে যার মধ্যে বেশিরভাগ মহিলাই। একজন বৃদ্ধা অন্যদের কাঁধে ওঠার চেষ্টা করছেন। মহিলার ভারসাম্য এবং লাফিয়ে উঠে পড়ার দক্ষতা দেখে অবাক হবেন সকলে। কাঁধে ওঠার পরে, উঁচুতে ঝুলতে থাকা হাঁড়িটি তিনি ফাটান এবং পাত্রটি ভেঙেও যায়৷
advertisement
এই ভিডিওটি ১ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে৷ অনেকে মন্তব্যও করেছেন৷ দুই বয়স্ক মানুষের নাচের একটি ভিডিও শেয়ার করার সময় একজন ব্যক্তি বলেছিলেন যে বয়স কেবল একটি সংখ্যা। আপনার বয়স ভাল কিছু করার পথে বাধা হতে পারে না। এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শাড়ি পরে অন্য মহিলাদের কাঁধে উঠলেন বৃদ্ধা, এক ধাক্কায় মাথা দিয়ে ফাটিয়ে দিলেন হাঁড়ি! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement