মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা এলাকাগুলি গঙ্গা ভাঙনে বিদ্ধস্ত। সোমবার সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিয়ে এই এলাকাগুলো ঘুরে দেখেন পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র, জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী, জঙ্গিপুরের এসডিও সিনজন শেখর, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর হাতে নতুন 'অস্ত্র'..., বর্ধমানে বড় পরিকল্পনা! কী করতে চলেছেন?
advertisement
গঙ্গার ভাঙন সমস্যার জেরে মুর্শিদাবাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করুক। সেচমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই দাবি অবশেষে পূরণ হল। তিনি নিজেই ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, দ্রুত সমস্যার সমাধান হবে। আর তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন সব হারা মানুষগুলো।
কৌশিক অধিকারী





